TRENDING:

Snake Facts: এই সাপ পশ্চিমবঙ্গের ‘সাইলেন্ট কিলার’!...কোনও ব্যথা থাকে না, ছোবলের চিহ্ন থাকে না, যেন মশা কামড়েছে! বাড়ে বর্ষায়

Last Updated:
এটা এমন একটা সাপ, যা কেউটেও নয়, গোখরোও নয়৷ সবচেয়ে বিষাক্ত সাপের একটা৷ ভারতের গ্রামাঞ্চলে এই সাপের ছোবলে বছর বছর প্রাণ হারাতে হয় ৭ থেকে ৭০ বহু মানুষকে৷
advertisement
1/8
এই সাপ পশ্চিমবঙ্গের ‘সাইলেন্ট কিলার’!...কোনও ব্যথা থাকে না, ছোবলের চিহ্ন থাকে না, যেন মশা
[caption id="" align="aligncenter" width="1200"] ধরুন কেউ শান্তিতে ঘুমোচ্ছে৷ হঠাৎ পায়ে মশা কামড়ানোর মতো কিছু কামড়ালো৷ সে বড়জোড় পা-টা একটু ঝাঁকিয়ে নিল৷ কিন্তু বুঝতেও পারল না, কোন বিষধরের বিষ ছড়িয়ে পড়তে শুরু করেছে তার শরীরে৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
2/8
এটা এমন একটা সাপ, যা কেউটেও নয়, গোখরোও নয়৷ সবচেয়ে বিষাক্ত সাপের একটা৷ ভারতের গ্রামাঞ্চলে এই সাপের ছোবলে বছর বছর প্রাণ হারাতে হয় ৭ থেকে ৭০ বহু মানুষকে৷ Generated image
advertisement
3/8
[caption id="" align="aligncenter" width="1200"] এই সাপে কামড়ে রাতের অন্ধকারে ঘুমিয়ে ঘুমিয়েই চিরনিদ্রায় চলে যায় মানুষ৷ বর্ষাকালে বেশি বাড়ে এই সাপের উপদ্রব৷ ভারতের সবচেয়ে বিপজ্জনক নাম "কমন ক্রেইট"৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/8
[caption id="" align="aligncenter" width="1200"] এই সাপের নাম কমন ক্রেইট৷ বাংলায় কালাচ৷ বর্ষাকালে এই সাপের উপদ্রব বাড়ে৷ এটি অত্যন্ত বিষাক্ত এবং চালাক সাপ৷ বেশিরভাগ সময় রাতের অন্ধকারে আক্রমণ করে। সবচেয়ে বিশেষ বিষয় হল এর কামড় প্রায়শই কোনও চিহ্ন রাখে না এবং মানুষ ঘুমের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে যায়। Generated image</dd> <dd>[/caption]
advertisement
5/8
রাতে কামড়ায় এবং ঘুমন্ত অবস্থায় মানুষকে ঘুম পাড়িয়ে দেয়। কমন ক্রেইটের সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হল এটি বেশিরভাগ সময় রাতেই কামড়ায়। এটি প্রায়শই ঘুমন্ত মানুষের কাছে পৌঁছে তাদের কামড়ায় এবং অনেক সময় ওই ব্যক্তি বুঝতেও পারে না যে তাকে সাপ কামড়েছে। ঘুমের মধ্যেই কালাচের বিষ নিষ্ক্রিয় করে দেয় ওই ব্যক্তির স্নায়ুতন্ত্র৷ সেই কারণেই এই সাপকে ‘সাইলেন্ট কিলার’ বলে৷
advertisement
6/8
ক্রেইট কোথায় পাওয়া যায়?কমন ক্রেইট পশ্চিমবঙ্গ, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ সহ ভারতের অনেক জায়গায় পাওয়া যায়। এটি বেশিরভাগ গ্রাম, মাঠ, পুরাতন ঘর, গুদাম এবং বিছানার নীচে বা কাপড়ের স্তূপে লুকিয়ে থাকে। এ ছাড়া, এটি বেশিরভাগই পুরাতন গাছের ফাঁপা অংশে পাওয়া যায়।
advertisement
7/8
এই সাপটি কীভাবে শনাক্ত করবেনকমন ক্রেইট একটি অত্যন্ত বিষাক্ত সাপের প্রজাতি যা এলাপিডে পরিবারের বাঙ্গারাস গণের অন্তর্গত। এটির কালো বা নীল-কালো দেহের উপর সরু সাদা ডোরা থাকে। এটি সাধারণত ৩ থেকে ৪ ফুট লম্বা হয়। কমন ক্রেইটের বিষদাঁত খুব পাতলা এবং ছোট। এর দাঁতগুলি ঠিক সুচের মতো, যখন এটি কামড়ায়, তখন এর বিষদাঁতের কামড় প্রায়শই অনুভূত হয় না। এই কারণেই সেই ব্যক্তি কামড়ানো পরে বুঝতে পারে না।
advertisement
8/8
সাপে কামড়েছে বুঝতে পারলেই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে নিয়ে হাসপাতালে চলে যান৷ সাপ চেনা, বা ঘরোয়া প্রতিকারের চেষ্টা করে সময় নষ্ট একেবারেই করবেন না৷ অএটা জীবন মরণের ব্যাপার৷ সময় নষ্ট প্রাণঘাতী হতে সময় নেবে না৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake Facts: এই সাপ পশ্চিমবঙ্গের ‘সাইলেন্ট কিলার’!...কোনও ব্যথা থাকে না, ছোবলের চিহ্ন থাকে না, যেন মশা কামড়েছে! বাড়ে বর্ষায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল