TRENDING:

Snake Facts: সাপের লক্ষ্মণ রেখা! ‘এই’ বীজ ছড়িয়ে দিলেই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবে না সাপ...আদিবাসীদের দারুণ টোটকা

Last Updated:
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে অবস্থিত বীরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি বীজের উপর গবেষণা চলছে। রাঁচীর পিথোরিয়া এলাকার জঙ্গলে এই বীজটি পাওয়া যায় বলে জানা গিয়েছে।
advertisement
1/6
‘এই’ বীজ ছড়িয়ে দিলেই হল...বাড়ির ত্রিসীমানাতেও ঘেঁষবে না সাপ! আদিবাসীদের দারুণ টোটকা
সাপকে ভয় করে না এমন মানুষ মনে হয় ভূভারতে নেই৷ তাছাড়া সাধারণ মানুষের পক্ষে চট করে বোঝাও সম্ভব নয় যে কোন সাপ বিষধর, কোনটা নয়৷ সেই কারণে আমরা সাপকে এড়িয়ে যাওয়ারই সব সময় চেষ্টা করি৷
advertisement
2/6
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে অবস্থিত বীরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি বীজের উপর গবেষণা চলছে। রাঁচীর পিথোরিয়া এলাকার জঙ্গলে এই বীজটি পাওয়া যায় বলে জানা গিয়েছে। সেখানে বলা হয়েছিল যে, আদিবাসীরা সাপ তাড়ানোর জন্য এই বীজ ব্যবহার করে। কারণ, বীজের গন্ধে সাপ চলে যায়। গবেষণায় আরও দেখা গিয়েছে যে এই বীজগুলি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
advertisement
3/6
বীরসা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানী প্রশান্ত লোকাল ১৮-কে বলেন, ‘‘রাঁচীর বনে অনেক ওষধি গাছ পাওয়া যায়। আমাদের গবেষণায় আমরা সেগুলোই খোঁজার চেষ্টা করি৷ অনেক সময় দেখা যায়, যে ওষধি গাছের একটি গুণ আমাদের জানা ছিল, প্রকৃতপক্ষে, তার অন্য গুণও রয়েছে৷ বা হয়ত সেই গাছের বীজেরও যে গুণ রয়েছে, সেটা তার আগে আমরা জানতাম না৷ জঙ্গলে গবেষণা করতে গিয়ে আমরা জানতে পারি সেখানকার স্থানীয় লোকেরা সাপ তাড়ানোর জন্য এমনকি খাওয়ার জন্যও এই বিশেষ বীজ ব্যবহার করেন।’’
advertisement
4/6
কৃষি বিজ্ঞানী প্রশান্ত ব্যাখ্যা করেছেন, আমরা বীজগুলি দেখে বুঝতে পারি যেটা সর্পগন্ধা গাছের বীজ। এর গন্ধে সাপ দূর থেকে থাকে। শুধু বড় সাপই নয়, বাচ্চা সাপও এর কাছে আসতে পারে না। সর্পগন্ধার কয়েকটি বীজ ঘরে বা ঘর থেকে কিছুটা দূরে রেখে দিলে সাপকেও দূরে রাখা যায়। আসলে, বনে বা প্রত্যন্ত গ্রামে বসবাসকারী মানুষের জন্য ঘরে সাপ ঢুকে পড়া একটা বড় সমস্যা। এমন পরিস্থিতিতে, এই বীজ তাদের জন্য লক্ষ্মণ রেখা হিসেবে কাজ করে।
advertisement
5/6
সর্পগন্ধার বীজের বেশ কিছু গুণ রয়েছে। এই বীজে অ্যালকালয়েড, রিসারপাইন, সার্পেনটাইন, আজম্যালিসিন নামক যৌগ রয়েছে। যদি কোনও পোকামাকড় আপনাকে কামড়ে দেয়, তাহলে এই বীজ পিষে সেখানে লাগালে আরাম পাওয়া যায়।
advertisement
6/6
কৃষি বিজ্ঞানী প্রশান্ত ব্যাখ্যা করেন, লক্ষ্মণরেখা আরশোলা আটকানোর একটি ওষুধ। তবে ঘরে সাপের প্রবেশ রোধ করার জন্য কোনও ওষুধ নেই। এমন পরিস্থিতিতে, এই বীজের সাহায্যে এমন একটি ওষুধও তৈরি করা হয়, যা ঘরের আশেপাশে একটু প্রয়োগ করলে সাপের ঘরে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake Facts: সাপের লক্ষ্মণ রেখা! ‘এই’ বীজ ছড়িয়ে দিলেই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবে না সাপ...আদিবাসীদের দারুণ টোটকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল