TRENDING:

Snake: নিমেষে কমিয়ে দেয় বিষ! রক্ত থেকে শুষে নেয় ‘ভেনম’, কোন গাছের ‘এত শক্তি’ রয়েছে জানেন? সবজি খেয়েছে সকলে...

Last Updated:
Snake: গরম পড়লেই বাড়ে সাপের উপদ্রব। সেইসঙ্গে বর্ষা হলেও জলাজমির আশপাশ ছেড়েও উঠে আসে সাপ। ফলে বাড়ে সাপ কামড়ানোর আশঙ্কা। আমাদের রাজ‍্যেও প্রতি বছর অসংখ‍্য মানুষের মৃত‍্যু হয় সর্পদংশনে।
advertisement
1/9
নিমেষে কমিয়ে দেয় বিষ! রক্ত থেকে শুষে নেয় ‘ভেনম’, কোন গাছের ‘এত শক্তি’ রয়েছে জানেন?
গরম পড়লেই বাড়ে সাপের উপদ্রব। সেইসঙ্গে বর্ষা হলেও জলাজমির আশপাশ ছেড়েও উঠে আসে সাপ। ফলে বাড়ে সাপ কামড়ানোর আশঙ্কা। আমাদের রাজ‍্যেও প্রতি বছর অসংখ‍্য মানুষের মৃত‍্যু হয় সর্পদংশনে।
advertisement
2/9
গরমে গর্ত ছেড়ে বাইরে বেরিয়ে আসে সাপ। গাছপালার আড়ালে, ঝোপেঝাড়ে, থাকে সাপ। তাই সাপের কামড় খাওয়ার আশঙ্কা এই সময় বেশি থাকে। এমনকী কখনও কখনও গরমের সময় সাপ বাড়ির মধ‍্যেও ঢুকে আসতে পারে।
advertisement
3/9
কিছু সাপ বিষহীন হয়, কিন্তু কিছু সাপ খুব বিষাক্ত হয়, যারা কামড়ালে এবং চিকিৎসায় দেরি হলে মৃত্যু নিশ্চিত। তাই সাপ কামড়ালে যত দ্রুত সম্ভব চিকিত্‍সার কাজ শুরু করা উচিত।
advertisement
4/9
সাপে তৎক্ষণাৎ চিকিত্‍সকের সঙ্গে যোগাযোগ করা উচিত। তবে আয়ুর্বেদ মতে, একটি গাছ রয়েছে যা সাপের বিষ কমাতে সক্ষম। চেনা একটি সবজির গাছেই রয়েছে এই অসাধারণ গুণ।
advertisement
5/9
অভাবনীয় গুণসম্পন্ন এই গাছটি হল কাঁকরোল গাছ। একটি গবেষণা অনুযায়ী, কন্টোলার গাছের মূল থেকে তৈরি করা হার্বাল মেডিসিন অ‍্যান্টিভেনম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
advertisement
6/9
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি রিপোর্ট অনুযায়ী, কাঁকরোল গাছের মূল সাপের বিষ কমানোর ক্ষমতা রাখে। খুব দ্রুত বিষ কমাতে পারে এই গাছ।
advertisement
7/9
ওই রিপোর্ট অনুযায়ী, কাঁকরোল গাছের মূল রোদে শুকিয়ে এবং পিষে চূর্ণ তৈরি করা হয়। এই চূর্ণকে সামান্য দুধে মিশিয়ে খাওয়ালে বিষের প্রভাব কমতে পারে।
advertisement
8/9
পাশাপাশি সাপের কাটা জায়গায় এই মূলের পেস্ট লাগানো যেতে পারে। এই গাছের টাটকা, তাজা পাতার রস খাওয়ালে কমতে পারে সাপের বিষের প্রভাব।
advertisement
9/9
তবে এক্ষেত্রে একটি কথা মনে রাখা জরুরি। ঘরোয়া উপায়ে সেইসমস্ত সাপের বিষ কমতে পারে যা তুলনামূলক ভাবে কম বিষাক্ত। অতি বিষাক্ত কামড়ের ক্ষেত্রে অনেক সময় কাঁকরোল কার্যকরী নাও হতে পারে। তাই সাপে কামড়ালে চিকিত্‍সকের পরামর্শ নেওয়াই আদর্শ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake: নিমেষে কমিয়ে দেয় বিষ! রক্ত থেকে শুষে নেয় ‘ভেনম’, কোন গাছের ‘এত শক্তি’ রয়েছে জানেন? সবজি খেয়েছে সকলে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল