TRENDING:

Snake Facts: মরে যাওয়ার পরও সাপ কামড়ায়? মরা সাপের বিষ কি আরও ভয়ঙ্কর? গবেষকরা যা বললেন, পায়ের তলার মাটি কাঁপবে

Last Updated:
যদি শোনেন, মৃত সাপও কামর দেয়, তা হলে নিশ্চয়ই ভাববেন, সে কী অবাস্তব কথা! কিন্তু মোটেই অবাস্তব নয়! সদ্য সামনে এসেছে এমন তিনটি ঘটনা, যা বিজ্ঞনীদেরও কপালে ভাঁজ ফেলেছে!
advertisement
1/7
মরে যাওয়ার পরও সাপ কামড়ায়? মরা সাপের বিষ কি আরও ভয়ঙ্কর? গবেষকরা যা বললেন, চমকে উঠবেন
সাপ নিয়ে গল্পকথা, কল্পকথা, কোনওটারই কমতি নেই! কিন্তু যদি শোনেন, মৃত সাপও কামড় দেয়, তা হলে নিশ্চয়ই ভাববেন, সে কী অবাস্তব কথা! কিন্তু মোটেই অবাস্তব নয়! সদ্য সামনে এসেছে এমন তিনটি ঘটনা, যা বিজ্ঞনীদেরও কপালে ভাঁজ ফেলেছে!
advertisement
2/7
মরে যাওয়ার পরও সাপ কামড়ায়? মরা সাপের বিষ কি আরও ভয়ঙ্কর? গবেষকরা যা বললেন, চমকে উঠবেন
বিজ্ঞানীদের কথায়, মৃত সাপও ছোঁবেন না! সাপ মারা যাওয়ার ৩-৪ ঘণ্টা পরও সাপের বিষ সক্রিয় থাকে! সদ্য অসমে ঘটেছে এমনই তিনটি ঘটনা।
advertisement
3/7
প্রথম ঘটনাটি অসমের শিব সাগর জেলার। সেখানে এক ব্যক্তি একটি কিং কোবরা সাপের মাথা কেটে ফেলে। যখন ব্যক্তি মৃত সাপটি সরাতে যায়, তখন সাপের কাটা মাথা ব্যক্তির আঙুলে কামড় বসায়। নিমেষে ব্যক্তির আঙুল কালো হয়ে যায়। অ্যান্টি ভেনম ইনজেকশন দিয়ে তিনি প্রাণে বাঁচেন।
advertisement
4/7
দ্বিতীয় ঘটনায় এক চাষির ট্র্যাক্টরের নীচে পিষে গিয়ে একটি সাপ মারা যায়। কয়েক ঘণ্টা পর যখন চাষি ট্র্যাক্টর থেকে নামেন, তখন মৃত সাপটাই চাষির পায়ে কামড় দেয়। চাষি নিমেষে অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় বমি। ২৫ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
advertisement
5/7
তৃতীয় ঘটনাটি অসমের কামরূপ জেলার। স্থানীয়রা একটি ব্ল্যাক ক্রেট সাপ মেরে ফেলে দেয়। তিন ঘণ্টা বাদে একজন ব্যক্তি কৌতূহলবশত মৃত সাপটি তুলে নেন আর তখনই সাপটি তাঁর হাতে কামড় দেয়।
advertisement
6/7
বিজ্ঞানীরা কী বলছেন? ইউনিভার্সাল স্নেকবাইট রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ডঃ এন এস মনোজ জানান, সাপের মৃত্যুর পরও কয়েক ঘণ্টা তার বিষের থলি বা ভেনম গ্ল্যান্ড সক্রিয় থাকে। যদি ভুলবশত ভেনম গ্ল্যান্ডে চাপ পরে, তা হলে বিষ বেরিয়ে আসে। কখনও কখনও সাপের কামড় মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, মেরুদণ্ডের রিফলেক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই কারণেই মৃত সাপও কামড়াতে পারে।
advertisement
7/7
মৃত সাপও কেন ভয়ঙ্কর? মারা যাওয়ার পর সাপ তার বিষের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যদি কিছুভাবে মৃত সাপের দাঁত শরীরের কোথাও বিঁধে যায়, তাহলে সবটা বিষ একবারে বেরিয়ে আসে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake Facts: মরে যাওয়ার পরও সাপ কামড়ায়? মরা সাপের বিষ কি আরও ভয়ঙ্কর? গবেষকরা যা বললেন, পায়ের তলার মাটি কাঁপবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল