TRENDING:

Snake Bite: লেজে পা দিতেই ছোবল দিল সাপ, তারপরেই সর্বনাশ! ছটফট করতে করতে মৃত্যু হল সাপের

Last Updated:
Snake Bite: অবাক করার মতো ঘটনা ঘটল মধ্যপ্রদেশের বালাঘাটে। সাপের গায়ে পা লেগে ঘটল দুর্ঘটনা। নাহ, সাপের কামড়ে মানুষের কোনও ক্ষতি হয়নি। তবে সাপের কী হল জানলে চমকে উঠবেন।
advertisement
1/5
লেজে পা দিতেই ছোবল দিল সাপ, তারপরেই সর্বনাশ! ছটফট করতে করতে মৃত্যু হল সাপের
অবাক করার মতো ঘটনা ঘটল মধ্যপ্রদেশের বালাঘাটে। সাপের গায়ে পা লেগে ঘটল দুর্ঘটনা। নাহ, সাপের কামড়ে মানুষের কোনও ক্ষতি হয়নি। Representative Image
advertisement
2/5
তবে মানুষকে কামড়ে ছটফট করতে করতে মারা গিয়েছে সাপটি। সংবামমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সকালে হঠাৎ ভুল করে সাপটির লেজে পা পড়ে যায়। Representative Image
advertisement
3/5
সঙ্গে সঙ্গে যুবককে কামড়ে দেয় সাপটি। ওই যুবকের নাম সচিন, পেশায় গাড়ির মেকানিক। তবে সাপের কামড়ে যুবকের কোনও কিছু নয়, উল্টে সাপটিই ছটফট করতে করতে মারা যায়। Representative Image
advertisement
4/5
এরপরে সচিনের পরিবারের সবাই সচিন এবং সাপটিকে নিয়ে হাসপাতালে যান। সচিন বর্তমানে হাসপাতালে ভর্তি, তবে বিপদ থেকে মুক্ত। Representative Image
advertisement
5/5
তবে মানুষকে কামড়ে সাপের মৃত্যু হওয়ার ঘটনাকে মধ্যপ্রদেশ বনবিভাগের আধিকারিক ধর্মেন্দ্র বিসেন বিরলতম বলে উল্লেখ করেন। তার মতে মানুষকে কামড়ানোর সময়ে নিজের শরীরে বিষের থলি ফেটে মারা যেতে পারে সাপটি। Representative Image
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake Bite: লেজে পা দিতেই ছোবল দিল সাপ, তারপরেই সর্বনাশ! ছটফট করতে করতে মৃত্যু হল সাপের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল