TRENDING:

সাপকে টেনে আনে এইসব জিনিস! গন্ধ পেলেই হিসহিস করে ছুটে আসে সাপের দল! জানেন কোন কোন জিনিস এড়িয়ে চলবেন?

Last Updated:
সাপের কিছু কিছু জিনিস অত্যন্ত পছন্দ। গন্ধের দিক থেকেও বিভিন্ন জিনিস সাপেদের অত্যন্ত প্রিয়। এই সকল জিনিস সাপ শুঁকলেই তীব্র গন্ধে আকৃষ্ট হয়।
advertisement
1/8
সাপকে টেনে আনে এইসব জিনিস! গন্ধ পেলেই হিসহিস করে ছুটে আসে সাপের দল! কোন জিনিস এড়িয়ে চলবেন?
শীতকাল এলে সাপের উপদ্রব অনেকটাই কমে যায়। কিন্তু, ভারতের বিভিন্ন জায়গায় সাপের উপদ্রব সারা বছরই লেগে থাকে। আপনি কী জানেন কোন কোন গন্ধে সাপ আকৃষ্ট হয়? জানলে অবাক হবেন আপনি
advertisement
2/8
সাপের কিছু কিছু জিনিস অত্যন্ত পছন্দ। গন্ধের দিক থেকেও বিভিন্ন জিনিস সাপেদের অত্যন্ত প্রিয়। এই সকল জিনিস সাপ শুঁকলেই তীব্র গন্ধে আকৃষ্ট হয়।
advertisement
3/8
ইঁদুরের মূত্রের গন্ধইঁদুরের মূত্রের গন্ধের মাধ্যমে সাপ আকৃষ্ট হয়ে থাকে। কারণ, সাপের প্রধান খাবার হল ইঁদুর। এরফলে সাপ মনে করে সেখানে ইঁদুর থাকতে পারে ফলে সেখানে সাপের উপদ্রব বাড়তে পারে।
advertisement
4/8
পাখির ডিমের গন্ধ সাপকে আকৃষ্ট করতে পারে। সাধারণত, সাপ এই গন্ধ পেয়ে পাখির বাসার কাছে যায়, বাসার আশেপাশে সাপ ওঁৎ পেতে বসে থাকে শিকারের আশায়।
advertisement
5/8
নোংরা এবং ডাস্টবিনে- এই ধরনের নোংরা জায়গাতেও সাপ আসতে পারে। কারণ এই ধরনের জায়গায় বিভিন্ন কীট বাসা বাঁধে। সেখানেই সাপেরা খাবার খুঁজতে আসে।
advertisement
6/8
কুকুর-বিড়ালের খাবারের প্রতি সাপ আকৃষ্ট হয়। কারণ, ওই খাবারের গন্ধ শুঁকে সেখানে সাপ আসে। ফলে, সেখানে সাপ আসার প্রবণতা বাড়ে।
advertisement
7/8
রান্নাঘরে মাছ, মাংসের গন্ধে ইঁদুর আসে। ফলে, এই সময় সাপও আকৃষ্ট হয়ে আসে। এইসব খাবার ফ্রিজে রাখাই শ্রেয়।
advertisement
8/8
চামেলি, লেমনগ্রাস ইত্যাদির গন্ধে ইঁদুর আকর্ষিত হয়। সাপের এইধরনের গন্ধ অত্যন্ত প্রিয়। ফলে এইসকল জায়গায় সাপ হানা দেয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সাপকে টেনে আনে এইসব জিনিস! গন্ধ পেলেই হিসহিস করে ছুটে আসে সাপের দল! জানেন কোন কোন জিনিস এড়িয়ে চলবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল