Smallest Country:রাশিয়ার থেকে ৩৯ মিলিয়ন গুণ ছোট, এটিই বিশ্বের ক্ষুদ্রতম দেশ, নাম জানেন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ছোট্ট একফালি দেশ, অবস্থিত রোমের মাঝে। দেশের আয়তন ০.৪৯ স্কোয়ার কিলোমিটার। এটিই পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। নাম কি বলুন তো?
advertisement
1/5

ছোট্ট একফালি দেশ, অবস্থিত রোমের মাঝে। দেশের আয়তন ০.৪৯ স্কোয়ার কিলোমিটার। এটিই পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। নাম কি বলুন তো?
advertisement
2/5
ভ্যাটিকান আন্তর্জাতিকভাবে স্বীকৃত পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র। সম্ভবত একমাত্র দেশ যেটা অন্য একটি দেশের মধ্যিখানে অবস্থিত
advertisement
3/5
ইতালির রাজধানী রোমের ভিতরে অবস্থিত ভ্যাটিক্যান সিটি, জনসংখ্যা মাত্র ৮২৫ জন।
advertisement
4/5
১৯২৯ সালে ইতালির প্রধানমন্ত্রী বেনিটো মুসোলিনি ও পোপ পিয়াস একাদশের ল্যাটেরান চুক্তির মাধ্যমে দেশটি স্বাধীন হয়।
advertisement
5/5
বিশ্বের সবথেকে বড় দেশ রাশিয়া ভ্যাটিক্যান সিটির থেকে ৩৯ মিলিয়ন গুণ বড় । কিন্তু তা সত্ত্বেও ভ্যাটিক্যানে নিজস্ব পোস্ট অফিস, টেলিফোন সিস্টেম, রেডিও স্টেশন, ব্যাংকিং সিস্টেম, এমনকি নিজস্ব মুদ্রাও আছে এই দেশের।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Smallest Country:রাশিয়ার থেকে ৩৯ মিলিয়ন গুণ ছোট, এটিই বিশ্বের ক্ষুদ্রতম দেশ, নাম জানেন? পড়ুন