TRENDING:

Sikkim Tour: সিকিম ঘোরা নিয়ে বিরাট খবর! এসে পৌঁছল একটি চিঠি, এবার কমবে সিকিমের বিপুল গাড়িভাড়া-খরচ?

Last Updated:
Sikkim Tour: কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক সিকিম পর্যটন দফতরকে চিঠি দিয়ে লাগামছাড়া গাড়ি ভাড়া নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
advertisement
1/8
সিকিম ঘোরা নিয়ে বিরাট খবর! এসে পৌঁছল একটি চিঠি, এবার কমবে বিপুল গাড়িভাড়া-খরচ?
সিকিম মানেই যেমন অপার সৌন্দর্য, সিকিম মানে তেমনই পকেট খালিও। সিকিম পর্যটকদের দীর্ঘদিনের অভিযোগ গাড়ি ভাড়া নিয়ে। ঘোরার জন্য গাড়ি ভাড়ায় যা দর হাঁকে চালকরা, তাতেই অনেকের ঘোরা মাটি হয়ে যায়। দীর্ঘদিনের এই অভিযোগের প্রেক্ষিতে এই পরিস্থিতিতে এবার নড়েচড়ে বসল পর্যটন মন্ত্রক।
advertisement
2/8
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক সিকিম পর্যটন দফতরকে চিঠি দিয়ে লাগামছাড়া গাড়ি ভাড়া নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, পর্যটকদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো উন্নয়নে নজর দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ওই চিঠিতে।
advertisement
3/8
গত ১৩ মে সেন্ট্রাল পাবলিক গ্রিভ্যান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টমের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে সিকিম সরকারকে। সেখানেই একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, একাধিক পর্যটকের থেকে দীর্ঘদিন ধরে পাওয়া অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হল।
advertisement
4/8
সূত্রের খবর, কেন্দ্রের এক আধিকারিকের সিকিম ভ্রমণের খারাপ অভিজ্ঞতার কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। পারমিট এবং ট্যুরিস্ট স্পটে ভ্রমণ করানোর জন্য ট্রাভেল এজেন্সিগুলি পর্যটকদের থেকে বিপুল পরিমান টাকা নিচ্ছে বলে অভিযোগ। বিষয়গুলি অবিলম্বে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
5/8
কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রকের প্রাক্তন অতিরিক্ত কমিশনার কে পি ওয়াসনিক গত ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সপরিবারে দার্জিলিং এবং সিকিম ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু সিকিম ভ্রমণ প্রসঙ্গে তিনি অভিযোগ জানিয়েছেন, গাড়ির দর আকাশছোঁয়া। পর্যটকদের লুঠ করা হচ্ছে। সিকিম সরকারের উচিত গাড়ির জন্য সুনির্দিষ্ট রেটচার্ট তৈরি করে দেওয়া।
advertisement
6/8
সিকিমের ঘোরার বাজেটও অনেক সময় সীমা ছাড়িয়ে যাচ্ছে। খরচের ধাক্কায় সিকিমের প্ল্যান ভুলে অন্য পর্যটন কেন্দ্রের দিকে পা বাড়াচ্ছেন পর্যটকেরা। এই নিয়ে চিন্তায় পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবসায়ীরাও। এরাজ্য হোক কিংবা অন্য রাজ্য। পর্যটকদের কাছে যেমন দার্জিলিং প্রিয়, তেমনি সিকিম অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন।
advertisement
7/8
একদিনের জন্যের গাড়ির ভাড়া আকাশছোঁয়া। সম্প্রতি সিকিমের গাড়িভাড়া অত্যাধিক হারে বৃদ্ধি বেড়েছে। পাশাপাশি হোটেল ও খাবার খরচও তুলনামূলকভাবে বেড়েছে।
advertisement
8/8
ফলে পরিবার কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে সিকিম ঘুরতে গিয়ে এখন বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। অনেকেই সিকিম যাওয়ার আগে আগাম খোঁজখবর নেন। আর সেই খোঁজ করতে গিয়ে গাড়িভাড়ার খরচ শুনে শেষ পর্যন্ত ট্যুর বাতিল করে দিচ্ছেন বলে খবর।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Sikkim Tour: সিকিম ঘোরা নিয়ে বিরাট খবর! এসে পৌঁছল একটি চিঠি, এবার কমবে সিকিমের বিপুল গাড়িভাড়া-খরচ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল