হোটেলে 'চেক ইন' করেই বিছানায় শুয়ে পড়েন? হতে পারে সাংঘাতিক অসুখ! রুম বুক করলে জেনে নিন এই ৫টি বিষয়!
- Published by:Tias Banerjee
Last Updated:
Hotel Secrets: ভ্রমণের সময় হোটেল বা লজে ওঠার পর এই ছোট ছোট বিষয়গুলির দিকে খেয়াল রাখলে আপনি সহজেই অসুস্থতা বা সংক্রমণ থেকে দূরে থাকতে পারবেন।
advertisement
1/8

বেশিরভাগ মানুষের কাছে হোটেল বা লজ হল ভ্রমণে গেলে দ্বিতীয় বাড়ির মতো। দীর্ঘ যাত্রার ক্লান্তির পর যখনই কেউ হোটেলের ঘরে প্রবেশ করেন, তখনই মনে হয় একটু বিশ্রাম নেওয়া দরকার। তবে হোটেল রুমে ঢোকার পর ৫টি জিনিসের দিকে অবশ্যই নজর দেওয়া উচিত। কী সেই বিষয়গুলি এবং কেন সেগুলি গুরুত্বপূর্ণ? চলুন জেনে নেওয়া যাক।
advertisement
2/8
একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ঘর, প্রয়োজনীয় সুবিধা আর সবচেয়ে আকর্ষণীয় হল বিছানা, যেখানে শোওয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে যায়। এই কারণেই হোটেল বা লজে থাকার অভিজ্ঞতা অনেককে আকৃষ্ট করে।
advertisement
3/8
১) পান করার গ্লাস--- হোটেলে রাখা গ্লাসগুলো বাইরে থেকে ঝকঝকে দেখালেও, এগুলি সবসময় সঠিকভাবে ধোয়া হয় না। রিপোর্ট বলছে, অনেক সময় এগুলি টয়লেট বা সিঙ্ক পরিষ্কারের স্পঞ্জ দিয়েই মুছে দেওয়া হয়। তাই ব্যবহারের আগে গ্লাসগুলো নিজে ধুয়ে নেওয়াই নিরাপদ।
advertisement
4/8
২) বিছানার সাজানো কাপড় (বেডস্প্রেড)--- রঙিন বিছানার সাজানো কাপড় বা বেডস্প্রেড দেখতে সুন্দর হলেও, হোটেল কর্মীদের মতে এগুলি বছরে এক-দু’বারের বেশি ধোয়া হয় না। অথচ প্রতিটি অতিথি এগুলির ওপর বসেন বা শোন। তাই ঘরে ঢোকার পর এগুলি সরিয়ে রাখা ভাল।
advertisement
5/8
৩) কফি মেকার--- এটি অবিশ্বাস্য শোনালেও, কিছু অতিথি হোটেলের কফি মেকার ব্যবহার করেন কাপড় বা অন্তর্বাস ধোওয়ার জন্য। এর ফলে ভেতরে ব্যাকটেরিয়া থেকে যায়। তাই কফি মেকার ব্যবহার করার আগে ভালোভাবে ফুটন্ত জল দিয়ে পরিষ্কার করুন, নয়তো এড়িয়ে চলাই ভাল।
advertisement
6/8
৪) শ্যাম্পু ও বডি ওয়াশ বোতল--- হোটেলের টয়লেট্রিজ অনেক সময় রিফিলযোগ্য প্যাকেজিংয়ে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে অন্য জিনিস, যেমন হেয়ার ডাই বা ব্লিচও মিশিয়ে দেওয়া হয়। তাই সম্ভব হলে নিজের শ্যাম্পু ও বডি ওয়াশ সঙ্গে রাখুন অথবা হোটেল থেকে নতুন সিল-প্যাক বোতল চাইতে পারেন।
advertisement
7/8
৫) টিভির রিমোট হোটেল রুমের সবচেয়ে বেশি ব্যবহার হওয়া জিনিস হলো টিভি রিমোট। কিন্তু এটিই সবচেয়ে কম পরিষ্কার করা হয়। প্রতিটি অতিথি এটি ব্যবহার করেন, ফলে জীবাণুর সম্ভাবনা থাকে বেশি। তাই ব্যবহার করার আগে অবশ্যই স্যানিটাইজার বা ওয়াইপ দিয়ে পরিষ্কার করে নিন।
advertisement
8/8
ভ্রমণের সময় হোটেল বা লজে ওঠার পর এই ছোট ছোট বিষয়গুলির দিকে খেয়াল রাখলে আপনি সহজেই অসুস্থতা বা সংক্রমণ থেকে দূরে থাকতে পারবেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
হোটেলে 'চেক ইন' করেই বিছানায় শুয়ে পড়েন? হতে পারে সাংঘাতিক অসুখ! রুম বুক করলে জেনে নিন এই ৫টি বিষয়!