TRENDING:

Shocking News: শৌচকর্ম করার সময় কমোড বিস্ফোরণ! আগুনে পুড়ল তরুণের মুখ-যৌনাঙ্গ, কোথায় ঘটল এমন কাণ্ড?

Last Updated:
Shocking News: এমন ঘটনা আপনি কখনও শুনেছেন? কমোডে কীভাবে বিস্ফোরণ হল? এবং তাতে এতটা ক্ষতি? মারাত্মক ঘটনা জেনে সাবধানতা নিন...
advertisement
1/10
শৌচকর্ম করার সময় কমোড বিস্ফোরণ! আগুনে পুড়ল তরুণের মুখ-যৌনাঙ্গ, কোথায় ঘটল এমন কাণ্ড?
সকালে উঠে প্রাতকৃত্য সারার সময় শৌচাগারে প্রবল বিস্ফোরণ। কমোডে বসতেই আগুন-আতঙ্ক। বিস্ফোরণে তরুণের মুখ ও শরীরের নিম্নাংশ গুরুতর জখম হয়েছে।
advertisement
2/10
এমন ঘটনা আপনি কখনও শুনেছেন? কমোডে কীভাবে বিস্ফোরণ হল? এবং তাতে এতটা ক্ষতি?
advertisement
3/10
অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে নয়ডার ৩৬ নম্বর সেক্টরে। তরুণের শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আশু প্রধান, ২০ বছর বয়সের ওই তরুণকে দ্রুত গ্রেটার নয়ডার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে ধোঁয়াশা তৈরি হয়েছে।
advertisement
4/10
জানা গিয়েছে, ফ্লাশ বোতাম টেপার সঙ্গে সঙ্গেই একটি বিস্ফোরণ ঘটে এবং টয়লেটের সিটটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
advertisement
5/10
আশুর মুখ, অঙ্গ-প্রত্যঙ্গ এবং শরীরের অন্যান্য অংশে ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাকে দ্রুত কাসানার সরকারি চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউট (জিআইএমএস) ভর্তি করা হয়েছে, যেখানে তার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে জানা গিয়েছে।
advertisement
6/10
ছেলের বাবা জানান, ওয়াশরুমের ভিতরে কোনও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছিল না। তাহলে বিস্ফোরণের কারণ কী?
advertisement
7/10
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নর্দমা লাইনে মিথেন গ্যাস আটকে থাকার কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।
advertisement
8/10
বিশেষজ্ঞদের মতে, বায়ুচলাচল এবং পয়ঃনিষ্কাশন লাইন পরিষ্কারের অভাবের ফলে মিথেন এবং হাইড্রোজেন সালফাইডের মতো দাহ্য গ্যাস তৈরি হয়।
advertisement
9/10
এলাকার বাসিন্দাদের অভিযোগ, পি-৩ গোলচত্বরের পিছনের একটি পয়ঃনিষ্কাশন লাইন দেড় বছরেরও বেশি সময় ধরে ভেঙে পড়েছে। কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার অভিযোগ করা হলেও এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, দাবি বাসিন্দাদের।
advertisement
10/10
হাউজিং কর্তৃপক্ষ আইআইটি বিশেষজ্ঞদের দ্বারা বিষয়টি তদন্ত করার সিদ্ধান্তও নিয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Shocking News: শৌচকর্ম করার সময় কমোড বিস্ফোরণ! আগুনে পুড়ল তরুণের মুখ-যৌনাঙ্গ, কোথায় ঘটল এমন কাণ্ড?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল