Shocking: মৃত স্বামীর দেহ পাশে নিয়ে শুতে হয় স্ত্রীকে, তারপর? এই জনজাতির আজব প্রথায় চমকে উঠবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

বিশ্বে হাজারো জনজাতি-উপজাতি রয়েছে। সবারই নিজস্ব নিয়ম এবং রীতিনীতি আছে। এদের মধ্যে বেশিরভাগই প্রাচীন জনজাতি, যারা সমাজের মূল স্রোত থেকে নিজের দূরে রাখতেই স্বচ্ছন্দবোধ করে। এদের আচার-আচরণও অদ্ভুত, অবাক করা! যেমন, পশ্চিম কেনিয়ার লুও উপজাতি। এদের মধ্যে প্রচলিত রীতি হল, মৃতদের সঙ্গে বসবাস করা
advertisement
2/5
এই জাতিদের অনেকে জোনাগি বা ওনাগি বলেও ডাকেন। এদের দেখা যায় পশ্চিম কেনিয়া ছাড়াও উগান্ডা এবং উত্তর তানজানিয়ার কিছু এলাকায়।
advertisement
3/5
একসময় লুওদের মধ্যে প্রচলিত প্রথা ছিল, যে মহিলার স্বামীর মৃতু হয়েছে, সেই মহিলাকে রাতে স্বামীর মৃতদেহর সঙ্গে ঘুমাতে হবে। লুও-দের মধ্যে প্রচলিত বিশ্বাস ছিল, রাতে সেই মহিলা যদি স্বপ্নে দেখেন তিনি মৃত স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন, তবে তিনি সমস্ত বন্ধন মুক্ত হতে পারবেন।
advertisement
4/5
বিশ্বাস করা হত, মৃত স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার স্বপ্ন দেখলে সেই মহিলা বন্ধন মুক্ত হলেন। এবার তিনি ফের বিয়ে করতে পারবেন।
advertisement
5/5
লুও জনজাতির মধ্যে যারা আত্মহত্য়া করেন, তাদের জন্য রয়েছে এক বিশেষ শাস্তি। একটি নির্দিষ্ট জায়গায় ওই আত্মহননকারীর দেহ গাছে ঝুলিয়ে রাখা হয় এবং নামিয়ে আনার আগে তার দেহে বেত্রাঘাত ও চাবুক মারা হয়। এই মৃতদেহকে তারা গুণ্ডা বলে
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Shocking: মৃত স্বামীর দেহ পাশে নিয়ে শুতে হয় স্ত্রীকে, তারপর? এই জনজাতির আজব প্রথায় চমকে উঠবেন