TRENDING:

Shocking: অচেনা মহিলার সঙ্গে সারারাত হোটেল-রুমে ছিল তরুণী,ভোর হতেই ঝাঁপ দিল বারান্দা থেকে, কেন? জানলে শিউরে উঠবেন

Last Updated:
ঘটে যায় ভয়ঙ্কর সব ঘটনা, জার জেরে সকাল হতে না হতেই বারান্দা ধেকে ঝাঁপ দিতে বাধ্য হন তরুণী। ঠিক কী ঘটেছিল তরুণীর সঙ্গে?
advertisement
1/5
মহিলার সঙ্গে সারারাত হোটেলে ছিল তরুণী,ভোর হতেই ঝাঁপ দিল বারান্দা থেকে, কেন?
বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল। রাগে-দুঃখে-অভিমানে বাড়ি ছেড়েছিল ১৭ বছরের তরুণী। বাড়ি অসমে। অসমের রেল-স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসে গুয়াহাটি। ট্রেনেই এক মহিলার সঙ্গে আলাপ হয় তরুণীর। তার পরেই ঘটনা অন্যদিকে মোড় নেয়--
advertisement
2/5
পুলিশ সূত্রে জানা যায়, মহিলা তরুণীকে তুন্ডলা রেল স্টেশনে নিয়ে আসেন। সেখান থেকে নিয়ে তাকে নিয়ে যায় আগ্রা। সারারাত আগ্রার একটা হোটেলে অচেনা সেই মহিলার সঙ্গে ছিল তরুণী। আর সেখানেই ঘটে যায় ভয়ঙ্কর সব ঘটনা, জার জেরে সকাল হতে না হতেই বারান্দা ধেকে ঝাঁপ দিতে বাধ্য হন তরুণী। ঠিক কী ঘটেছিল তরুণীর সঙ্গে?
advertisement
3/5
আগ্রায় একটা হোটেলে ওঠে মায়া আর তরুণী। রাত খানিক বাড়তেই সেই হোটেল রুমে আসে এক যুবক। তরুণী বুঝতে পারে, সে বড় ফাঁদে পড়েছে। মায়া আসলে দেহব্যবসা চালায়। যুবক তাকে সেই কাজে সাহায্য করে।
advertisement
4/5
ভোর হতেই নিজেকে বাঁচাতে হোটেল ঘরের বারান্দা থেকে ঝাঁপ দেন তরুণী। অত উচ্চতা থেকে পড়ে গিয়ে তরুণীর দুই পায়ে চোট লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
advertisement
5/5
মায়া আর তার সঙ্গী হোটেল থেকে চম্পট দেয়। পুলিশ তাদের খোঁজ শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসিটিভি ফুটেজ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Shocking: অচেনা মহিলার সঙ্গে সারারাত হোটেল-রুমে ছিল তরুণী,ভোর হতেই ঝাঁপ দিল বারান্দা থেকে, কেন? জানলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল