TRENDING:

Sheikh Hasina Bangladesh: শেখ হাসিনার মাথায় হাত! এবার কি ফিরতে হবে বাংলাদেশেই? বিরাট ঘটনা! তোলপাড় ঢাকা

Last Updated:
Sheikh Hasina Bangladesh: চিফ প্রসিকিউটর বলেন, ইন্টারপোলে রেড কর্নার নোটিস জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার।
advertisement
1/7
শেখ হাসিনার মাথায় হাত! এবার কি ফিরতে হবে বাংলাদেশেই? বিরাট ঘটনা! তোলপাড় ঢাকা
ঢাকা: শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
advertisement
2/7
চিফ প্রসিকিউটর বলেন, ইন্টারপোলে রেড কর্নার নোটিস জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে চলে আসা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
advertisement
3/7
পরে ১২ নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানানো হয়। হাসিনাকে দেশে ফেরাতে এই রেড কর্নার নোটিস জারি সহায়তা করবে বলে আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম। সম্প্রতি ঢাকা সফরে গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সেখানে গিয়ে বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকও করেছিলেন বিক্রম।
advertisement
4/7
এরপর দেশে ফিরে এসে বিদেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সামনে মুখোমুখি হয়েছিলেন। আর এরপরই বাংলাদেশ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন, 'আমরা আশা করি, যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।'
advertisement
5/7
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় পৃথক মামলায় শেখ হাসিনা,ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
advertisement
6/7
অন্যান্য যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তারা হলেন, শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, আ ক ম মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, ডিবি হারুন, পুলিশের প্রাক্তন কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ার্দার, সাবেকডিএমপি হাবিবুর রহমান, সাবেক র‌্যাব ডিজি হারুন অর রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকী,বিচারপতি মানিক, ড. জাফর ইকবাল, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামসহ ৪৬ জন।
advertisement
7/7
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। অপর দুই জন হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে পৃথক মামলায় ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Sheikh Hasina Bangladesh: শেখ হাসিনার মাথায় হাত! এবার কি ফিরতে হবে বাংলাদেশেই? বিরাট ঘটনা! তোলপাড় ঢাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল