আচমকা ঝাঁকুনি, জোরালো শব্দ...! শতাব্দী এক্সপ্রেসের C3 কোচে হঠাৎ যা ঘটল, ছুটে এল GRP, ঘাম ছুটল প্যাসেঞ্জারদের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Shatabdi Express: আচমকা চলন্ত ট্রেনের এসি কামরায় এমন কিছু ঘটে যা শুনলে আঁতকে উঠবেন আপনিও। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় পরে যায় মুহূর্তে।
advertisement
1/15

শতাব্দী এক্সপ্রেস। বন্দে ভারত, রাজধানী এক্সপ্রেসের মতোই ভারতীয় রেলের অন্যতম গর্ব শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনের টিকিট পাওয়াও রাজধানীর মতোই কঠিন। আবার ট্রেনে চড়ে আরামে গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে এই ট্রেনের জুড়ি মেলা ভার।
advertisement
2/15
যেমন আরামদায়ক আসন ও যাত্রা ব্যবস্থা, ঠিক তেমনই আবার দ্রুতগামী এই ট্রেন নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে দিতে অন্যতম সেরা বিকল্প। তাই এই ট্রেনের টিকিট পেলেই হাসি চওড়া হয় ভ্রমণকারীর।
advertisement
3/15
কিন্তু বন্দে ভারত বা রাজধানীর মতো এই ট্রেনেও মাঝে মাঝে ঘটে যায় এমন ঘটনা যা চমকে দেয় রেলকর্মী থেকে রেলযাত্রীদের সকলকে। সম্প্রতি ঝাঁসিতে এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে শতাব্দী এক্সপ্রেসের বিখ্যাত এই ট্রেনে যা রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। ঠিক কী ঘটেছিল সেদিন?
advertisement
4/15
আচমকা চলন্ত ট্রেনের এসি কামরায় এমন কিছু ঘটে যা শুনলে আঁতকে উঠবেন আপনিও। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় পরে যায় মুহূর্তে। AI Generated Representative Image
advertisement
5/15
ট্রেন নম্বর ১২০০১ রানী কমলাপতি-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি সেদিনও আর পাঁচদিনের মতোই রানী কমলাপতি থেকে নয়াদিল্লি যাওয়ার জন্য ছুটছিল। বুধবার সন্ধ্যা ৭.০৪ মিনিটে ঝাঁসিতে পৌঁছয় ট্রেনটি। এরপর সেখান থেকে ট্রেনটি নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়। Representative Image
advertisement
6/15
ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে ঝড়ের গতিতে ছুটছিল। ঠিক তখনই আচমকা কিছু একটা ঘটে। হঠাৎ সজোরে এক শব্দে ভয়ে দিশেহারা হয়ে পড়েন সি 3 কোচের যাত্রীরা। কী হল, কী হল রব ওঠে। মুহূর্তের মধ্যে হইচই পরে যায় গোটা ট্রেনে। Representative Image
advertisement
7/15
জানা যায়, ট্রেনটি ঝাঁসি স্টেশন ছেড়ে যখন দাতিয়ার কাছে পৌঁছয়, তখন সি-৩ কোচ ও সংলগ্ন অংশে কিছু একটা ধাক্কা লাগার বিকট শব্দ হয়। মনে হয় হঠাৎ যেন জোরে কোনও কিছু আঘাত করেছে ট্রেনে। ভয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন যাত্রী। কোনও কিছুর ধাক্কা লেগেছে এমনটা ভেবে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। Representative Image
advertisement
8/15
কিন্তু পরমুহূর্তেই ফের একবার একইরকম শব্দ হয়। পরিস্থিতি বেগতিক দেখে এইসময় সি-৩ কোচের যাত্রীদের মধ্যে একজন ভিডিও করতে শুরু করে দেন। তখনই স্পষ্ট হয় বিষয়টা। ভিডিওতে স্পষ্ট দেখা যায় ট্রেনের জানালার কাচে আগুনের গোলার মতো সজোরে কিছু ছুটে আসছে। Representative Image
advertisement
9/15
একবার নয়, পরপর দু-দুবার এমন ঘটনার জেরে ট্রেনের কোচে বসে থাকা সমস্ত যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কিছু যাত্রী অবিলম্বে বিষয়টি রেলকে জানান। ট্রেনটি গোয়ালিয়রে পৌঁছলে ছুটে আসে জিআরপি। যাত্রীদের কাছ থেকে ঘটনার যাবতীয় তথ্য নেন জিআরপি জওয়ানরা। Representative Image
advertisement
10/15
প্রাথমিক ভাবে অনুমান করা হয় বাইরে থেকে কে বা কারা যেন পাথর ছুড়ছিল ট্রেন লক্ষ্য করে। প্রচণ্ড দ্রুতগতিতে ছুটতে থাকা ট্রেনে সেই ধাক্কা ভয়ঙ্কর জোরালো হয়। এমনকি এই ঘটনায় এক প্যাসেঞ্জার তৎক্ষণাৎ যে ভিডিওটি করেন তাতেও এই সন্দেহই আরও জোরালো হয়।
advertisement
11/15
এসি কামরার এক প্যাসেঞ্জার ট্রেনে পাথর ছোঁড়ার 'প্রমাণ' দেখিয়ে একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করে দেন। যা দেখে চমকে ওঠেন নেটিজেনরাও।
advertisement
12/15
শতাব্দী এক্সপ্রেসের মতো নামি ট্রেনে এমন কাণ্ড ঘটায় রীতিমতো চর্চা শুরু হয়ে যায় সামাজিক মাধ্যমে। কারণ ওই যাত্রীর করা ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে ট্রেনের জানালার কাচ বাইরে থেকে ভেঙে গিয়েছে।
advertisement
13/15
ট্রেনে পাথর ছোড়ার ঘটনা নতুন কথা নয়। কিন্তু শতাব্দীর মতো বিখ্যাত ট্রেন ও ভারতীয় রেলের অন্যতম গর্ব এই ট্রেনে এমন ঘটনা হতবাক করে দিয়েছে সবাইকে। পুলিশ রিপোর্ট বলছে, দেশে ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা ক্রমাগত বাড়ছে। দাতিয়ার কাছে ঝাঁসি থেকে নয়াদিল্লিগামী শতাব্দী এক্সপ্রেসেও দুষ্কৃতিরা আচমকা পাথর ছোঁড়ে।
advertisement
14/15
আর তাতেই ট্রেনের সি-৩ কোচে বসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা রেলকে এ বিষয়ে অবহিত করেন। ট্রেনটি গোয়ালিয়র স্টেশনে পৌঁছলে, জিআরপি পৌঁছয় এবং যাত্রীদের বক্তব্য রেকর্ড করে।
advertisement
15/15
প্রসঙ্গত, ২০২৫ সালের ২৮ জানুয়ারিও একই রকম ঘটনা ঘটে। ঝাঁসি থেকে প্রয়াগরাজগামী মহাকুম্ভ ট্রেনে পাথর ছুঁড়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে ঝাঁসি বিভাগের হরপালপুর স্টেশনে। হামলার সময় ট্রেনের বগিতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্বৃত্তরা শুধু পাথর ছুড়েই ক্ষান্ত হয়নি তারা এমনকি ট্রেনে উঠে আসারও চেষ্টা করে বলে অভিযোগ এবং ট্রেনের গেট এবং জানালা ভেঙে দেয় তারা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
আচমকা ঝাঁকুনি, জোরালো শব্দ...! শতাব্দী এক্সপ্রেসের C3 কোচে হঠাৎ যা ঘটল, ছুটে এল GRP, ঘাম ছুটল প্যাসেঞ্জারদের!