এই শ্মশানে হয় প্রি-ওয়েডিং শুট! মাত্র এক টাকা দিলেই মৃতদেহ সৎকার হয়ে যায়
- Published by:Suman Majumder
Last Updated:
Shamshan Ghat: শ্মশানে প্রি-ওয়েডিং শুট, পিকনিক! কোনওদিন শুনেছেন? জেনে নিন এই শ্মশান সম্পর্কে।
advertisement
1/6

এমন শ্মশান হয়তো আপনি খুব কমই দেখেছেন। এতে শেষকৃত্য যেমন সম্পন্ন হয়, তেমনই এটি পিকনিক এবং প্রি-ওয়েডিং শ্যুটের জন্য মানুষের পছন্দের জায়গা হয়ে উঠছে।
advertisement
2/6
গুজরাটের বানাসকান্থা জেলার ডিসায় নির্মিত শ্মশানটি দারুণ সুন্দর। দিশায় বনস নদীর তীরে ১৪ বিঘায় ৫ থেকে ৭ কোটি টাকা ব্যয়ে এই শ্মশান নির্মাণ করা হয়েছিল।
advertisement
3/6
এই শ্মশানে প্রি-ওয়েডিং শুট, পিকনিক সবই হয়। শুনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন।
advertisement
4/6
এই শ্মশানের সৌন্দর্যায়নের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে এখনও পর্যন্ত। এটা স্থানীয় মানুষের কাছে একটি দেখার জায়গা।
advertisement
5/6
সাধারণত লোকজন শ্মশানের নাম শুনলেই পিছিয়ে আসেন। তবে এখানে অনেক মানুষ প্রি-ওয়েডিং শুট করতে আসেন।
advertisement
6/6
এই শ্মশানে মৃতদেহ সৎকার করতে লাগে মাত্র এক টাকা। শ্মশানের গেট দেখে মনে হবে কোনও রিসর্টে প্রবেশ করছেন।