TRENDING:

QR-Code-এর পুরো কথা কী, কে আবিষ্কার করল এটি, ইতিহাস জানলে চমকে যেতে হবে

Last Updated:
QR-Code: ১৯৯০ সালের গোড়ার দিক থেকে বারকোড ক্স্যান করার বিষয়টি বৃদ্ধি পেতে থাকে৷
advertisement
1/6
QR-Code-এর পুরো কথা কী, কে আবিষ্কার করল এটি, ইতিহাস জানলে চমকে যেতে হবে
অনলাইনে টাকা পেমেন্ট করার জন্য অনেকেই স্ক্যান কোড ব্যবহার করেন, কিন্তু আপনি জানেন কী, এই কিউ আর কোডের পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস৷ এই কিউআর কোডের এতি প্রকার ব্যবহারের পিছনে আছে এক উর্বর মস্তিস্কের অবদান৷
advertisement
2/6
আমরা সাধারণত কোনও অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে কিউআর-কোড স্ক্যান করে থাকি৷ হতে পারে গুগল পে বা পেটিএম-এর মতো অনলাইন প্ল্যাটফর্ম বা অন্য কোনও দ্রব্য কেনার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে৷ ডিজিটাল পেমেন্টের রমরমার পর থেকে এটি অতিদ্রুত ভারতে বৃদ্ধি পেয়েছে৷
advertisement
3/6
১৯৯০ সালের গোড়ার দিক থেকে বারকোড ক্স্যান করার বিষয়টি বৃদ্ধি পেতে থাকে৷ কিন্তু বারকোডের ক্ষেত্রে দেখা যায়, এটি কেবলমাত্র ২০টি ক্যারেক্টারের ভাষা প্রকাশ করতে পারে৷ এর পরেই এই বিষয়ে গবেষণার ক্ষেত্রে প্রবেশ করেন জাপানের ইঞ্জিনিয়ার হারা মাশাহিরো৷
advertisement
4/6
হারা তৈরি করেন একটি ২ডি স্কোয়্যার বারকোড৷ সেখানে এই লিমিডেট ডেটা ক্যাপাসিটি বাড়াতে কাজ করা হয়৷ কিন্তু তিনি যখন নতুন বারকোড তৈরি করেন, তখন দেখা যায় নতুন বারকোড স্ক্যানার তাকে ধরতে পারছে না৷
advertisement
5/6
তার পর হঠাৎই একদিন রাস্তায় চলতে চলতে ওই স্কোয়্যার বারকোডের একটি ভাষাগত রাস্তা খুঁজে বার করেন৷ সেই কারণে প্রতিটি কিউআর-কোডের পাশে একটি ছোট কালো স্কোয়্যার দেখতে পাওয়া যায়৷ সেটি দিয়েই আসলে কিউআর কোড স্ক্যানারে ধরা পড়ে৷
advertisement
6/6
কিউআর-কোডের মূল অর্থ হল কুইক রেসপন্স কোড৷ অর্থাৎ দ্রুত কোনও পেমেন্টের জন্য এটিকে ব্যবহার করা হয়৷ এটির মাধ্যমে অনলাইনে লেনদেনও করা যায়৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
QR-Code-এর পুরো কথা কী, কে আবিষ্কার করল এটি, ইতিহাস জানলে চমকে যেতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল