Owl : পেঁচা মানেই রহস্য! জানেন এই সব অদ্ভুত অলৌকিক ক্ষমতা আছে পেঁচার, জানলে চমকে যাবেন
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Owl: মৃত্যুর চিহ্নও পেঁচা। বহু বছর ধরে বিভিন্ন সংস্কৃতিতে মৃত্যু চিহ্নবাহী হিসাবে পেঁচাকে চিহ্নিত করা হয়।
advertisement
1/6

পেঁচা ৩৬০ ডিগ্রি নিজের মাথা ঘোরাতে পারে। সাধারণত কোনও পাখি তার মাথা ১৩৫ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। কিন্তু পেঁচার আছে অদ্ভুত ক্ষমতা, সে কার্যত ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে ফেলতে পারে মাথা। ছবি - আনসপ্ল্যাস
advertisement
2/6
পেঁচা অনেকদূর পর্যন্ত দেখতে পায়। আনেকটা টিউবের মতো দৃষ্টি পেঁচার। অন্ধকারেও স্পষ্ট দেখতে পায় তারা। বহুদূর থেকে শিকার দেখতে পাওয়ার ক্ষমতা আছে পেঁচার। ছবি - আনসপ্ল্যাস
advertisement
3/6
নিঃশব্দে উড়ে যেতে পারে পেঁচা। মানে ডানা ঝাপটের কোনও শব্দই হয় না এই নিশাচর প্রাণীর। সমস্ত পাখিরই ডানা ঝাপটানের একটা শব্দ থাকে, কিন্তু পেঁচার সেটা একেবারেই নেই। ছবি - আনসপ্ল্যাস
advertisement
4/6
ভয়ানক হলেও সত্যি, পেঁচা নিজের জাতের প্রাণী মেরেও খায় অনেক সময়। অর্থাৎ পেঁচার স্বভাব আছে, অন্য পেঁচাকে মেরে খাওয়া। সাধারণত কোনও প্রাণীই তা করে না, কিন্তু পেঁচা করে। ছবি - আনসপ্ল্যাস
advertisement
5/6
একসময় পেঁচাকে যুদ্ধে বিজয়ের চিহ্ন হিসাবে ব্যবহার করা হত। গ্রিক দেবী অ্যাথেনার সঙ্গী ছিল পেঁচা। সেই কারণেই হয়ত যুদ্ধ জয়ের চিহ্ন হিসাবে পেঁচাকে চিহ্নিত করা হত। ছবি - আনসপ্ল্যাস
advertisement
6/6
মৃত্যুর চিহ্নও পেঁচা। বহু বছর ধরে বিভিন্ন সংস্কৃতিতে মৃত্যু চিহ্নবাহী হিসাবে পেঁচাকে চিহ্নিত করা হয়। দুষ্টশক্তি, কুসংস্কারের পদচিহ্ন বয়ে নিয়ে আসে পেঁচা, এমনও অনেকে বলেন, কেউ কেউ বলেন পেঁচা নাকি মৃত্যুর দূত। কথিত আছে, জুলিয়াস সিজারের মৃত্যুর কথা ঘোষণা করেছিল একটি পেঁচা। ছবি - আনসপ্ল্যাস
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Owl : পেঁচা মানেই রহস্য! জানেন এই সব অদ্ভুত অলৌকিক ক্ষমতা আছে পেঁচার, জানলে চমকে যাবেন