TRENDING:

সুন্দরী, গৃহকর্মে পটু, বিয়ে হল নির্বিঘ্নেই, কিন্তু দ্বিতীয় দিনে 'অদ্ভুত আচরণ' স্ত্রীর...এর পরেই কেলেঙ্কারি!

Last Updated:
Unique Wedding News: মনের মতো পাত্রী পেয়ে খুশি মনেই বিয়ের তোরজোড় চলছিল ছেলের বাড়িতে। উজ্জয়িনীর বিখ্যাত চিন্তামণি গণেশ মন্দিরে ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়। নববধূকে ঘরে নিয়ে আসার পরই তার আচরণ অদ্ভুত হতে থাকে। বিয়ের দ্বিতীয় রাতেই যা ঘটল, তা কেউ কল্পনাও করতে পারেনি।
advertisement
1/8
সুন্দরী, গৃহকর্মে পটু, বিয়ে হল নির্বিঘ্নেই, কিন্তু দ্বিতীয় দিনে 'অদ্ভুত আচরণ' স্ত্রীর...!
এক পরিবার তাদের ছেলের জন্য এক রীতিনীতি, সংস্কার মানা ঘরোয়া স্ত্রী খুঁজছিল। এজন্য তারা কিছু খোঁজখবর নিয়ে এক ঘটকের সঙ্গে যোগাযোগ করে। সেই ঘটক তাদের জন্য এক সুন্দরী কনে খুঁজে দেয়। তার পর এমন ঘটনা ঘটতে পারে কেউ দুঃস্বপ্নেও ভাবেনি।
advertisement
2/8
বিয়ে নিয়ে সব যুবক-যুবতীর মনেই স্বপ্ন দানা বাঁধে। সেই সঙ্গে জুড়ে থাকে পরিবারের ভবিষ্যৎ। মনের মতো পাত্রী পেয়ে খুশি মনেই বিয়ের তোরজোড় চলছিল ছেলের বাড়িতে।
advertisement
3/8
এরপর উজ্জয়িনীর বিখ্যাত চিন্তামণি গণেশ মন্দিরে ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়। নববধূকে ঘরে নিয়ে আসার পরই তার আচরণ অদ্ভুত হতে থাকে। বিয়ের দ্বিতীয় রাতেই যা ঘটল, তা কেউ কল্পনাও করতে পারেনি।
advertisement
4/8
৩২ বছর বয়সী যুবকের জন্য পাত্রী খোঁজার সময় তারা শাজাপুরের পুষ্পা সোনির সঙ্গে পরিচিত হন। পুষ্পা তার সঙ্গী বেবি পাতিল (জলগাঁও, মহারাষ্ট্রের বাসিন্দা) এর মাধ্যমে এক তরুণীর ছবি দেখিয়ে তাকে পাত্রী হিসেবে পরিচয় করান।
advertisement
5/8
বিশ্বাস অর্জনের জন্য পুষ্পা ও বেবি ওই তরুণীকে (সোনালি পাতিল) তার মা ও বোনসহ পরিচয় করিয়ে দেয়। এরপর এক মাসের মধ্যে বিভিন্ন কিস্তিতে ৩.৫০ লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা। বিয়ে করার নামে উজ্জয়িনীর চিমনগঞ্জ থানা এলাকার সেই যুবক ও তার পরিবার প্রতারণার শিকার হন।
advertisement
6/8
২৮ জানুয়ারি উজ্জয়িনীর চিন্তামণি গণেশ মন্দিরে জাঁকজমকভাবে বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের ঠিক পরদিন থেকেই নববধূর সন্দেহজনক আচরণ নজরে আসে পরিবারের। ৩০ জানুয়ারির মাঝরাতে নববধূ পালানোর চেষ্টা করলে পরিবার তাকে হাতেনাতে ধরে ফেলে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়।
advertisement
7/8
পুলিশি জিজ্ঞাসাবাদে সোনালি স্বীকার করে যে, সে শুধুমাত্র এক-দু’দিনের জন্য বিয়ে করতে এসেছিল এবং তারপর পালানোর পরিকল্পনা করেছিল। পুলিশ প্রতারণার অভিযোগে পুষ্পা সোনি, বেবি বাই এবং সোনালির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
advertisement
8/8
উজ্জয়িনীর এসপি প্রদীপ শর্মা জানান, এই চক্রটি বিয়ের নামে মানুষকে ঠকিয়ে টাকা আদায় করে এবং আরও অন্যান্য প্রতারণার মামলাগুলিও খতিয়ে দেখা হবে। বর্তমানে ‘লুটেরি দুলহন’ সোনালিকে ওয়ান-স্টপ সেন্টারে পাঠানো হয়েছে এবং পুলিশ পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সুন্দরী, গৃহকর্মে পটু, বিয়ে হল নির্বিঘ্নেই, কিন্তু দ্বিতীয় দিনে 'অদ্ভুত আচরণ' স্ত্রীর...এর পরেই কেলেঙ্কারি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল