School Holidays In October 2023: অক্টোবরে কতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ...? দেখুন তারিখ-সহ ছুটির পূর্ণাঙ্গ তালিকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
School Holidays In October 2023: গান্ধি জয়ন্তী, দীপাবলি, দুর্গাপূজা প্রায় কাছাকাছি থাকায়, শিক্ষার্থীরা এই মাসে ছুটির আশায় উদগ্রীব। আজ এই প্রতিবেদনে দেখে নিন আসন্ন অক্টোবরের স্কুল ছুটির তালিকা।
advertisement
1/8

অক্টোবর হল উৎসবের মাস। এটি এমন একটি মাস যা একগুচ্ছ উৎসব আর ছুটিতে ভরপুর। দেশ, স্থান বিশেষে এবং পৃথক পৃথক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিতে স্কুলের ছুটি ব্যাপকভাবে পরিবর্তিত হয়। এগুলি সাধারণত অ্যাকাডেমিক ক্যালেন্ডারের উপর ভিত্তি করে নির্দিষ্ট হয়।
advertisement
2/8
বছরের এই একটি মাস আসতেই মুখিয়ে থাকে ছাত্র ছাত্রীরা। কারণ লম্বা ছুটি মিলতে চলেছে খুব শিগগিরই। কলকাতা তথা বাংলায় টানা ছুটি থাকলেও দেশের অন্য সব প্রান্তেও ছুটির তালিকা কিছু কম থাকে না এই মাসে।
advertisement
3/8
গান্ধি জয়ন্তী, দীপাবলি, দুর্গাপূজা প্রায় কাছাকাছি থাকায়, শিক্ষার্থীরা এই মাসে ছুটির আশায় উদগ্রীব। আজ এই প্রতিবেদনে দেখে নিন আসন্ন অক্টোবরের স্কুল ছুটির তালিকা।
advertisement
4/8
গান্ধি জয়ন্তী, দীপাবলি, দুর্গাপূজা প্রায় কাছাকাছি থাকায়, শিক্ষার্থীরা এই মাসে ছুটির আশায় উদগ্রীব। আজ এই প্রতিবেদনে দেখে নিন আসন্ন অক্টোবরের স্কুল ছুটির তালিকা। যদিও ছুটির তালিকা এবং দিনের সংখ্যা রাজ্য ভিত্তিকভাবে পরিবর্তিত হতে পারে।
advertisement
5/8
এই প্রতিবেদনে, আমরা গোটা দেশের স্কুলগুলিতে প্রযোজ্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছুটির সময়সূচীর লিস্ট শেয়ার করতে চলেছি। স্কুলের শিক্ষার্থীরা প্রতি বছর গ্রীষ্ম এবং শীতকালীন ছুটির জন্য মুখিয়ে থাকেন ঠিকই। কিন্তু সারা বছর ধরে অনেকগুলি অতিরিক্ত ছুটিও পায় পড়ুয়ারা। জাতীয় ছুটির দিনগুলি ছাড়াও, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে স্কুলগুলিতে অন্যান্য কিছু ছুটিও দেওয়া হয়।
advertisement
6/8
ভারতে অক্টোবর মাসের স্কুল ছুটির তালিকা: অক্টোবর ১: রবিবার - সাধারণত, শনিবার এবং রবিবার স্কুল বন্ধ থাকে অক্টোবর ২: গান্ধি জয়ন্তী অক্টোবর ৭: শনিবার - শনিবার (সাধারণত) এবং রবিবার স্কুল বন্ধ থাকে অক্টোবর ৮: রবিবার - শনিবার (সাধারণত) এবং রবিবার স্কুল বন্ধ থাকে
advertisement
7/8
অক্টোবর ১৪: শনিবার - (সাধারণত) এবং রবিবার স্কুল বন্ধ থাকে অক্টোবর ১৫: রবিবার - (সাধারণত) এবং রবিবার স্কুল বন্ধ থাকে ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর: মহাপঞ্চমী - বিজয়া দশমী বা দশেরা অক্টোবর ২৮: মহর্ষি বাল্মীকি জয়ন্তী অক্টোবর ২৯: রবিবার - সাধারণত, শনিবার এবং রবিবার স্কুল বন্ধ থাকে
advertisement
8/8
প্রসঙ্গত, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আলাদা ছুটির সময়সূচী থাকতে পারে।কাজেই শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে অনুরোধ তাঁরা যেন তাঁদের স্কুলের নির্দিষ্ট সংখ্যক ছুটির দিনগুলি জানার জন্য স্কুলের ডায়েরি বা অফিসিয়াল যোগাযোগের মাধ্যম মিলিয়ে সঠিক তথ্য দেখে নেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
School Holidays In October 2023: অক্টোবরে কতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ...? দেখুন তারিখ-সহ ছুটির পূর্ণাঙ্গ তালিকা