Schengen Visa: বারবার আবেদন করেও মিলছে না? জেনে নিন শেনজেন ভিসা বাতিলের ৬টি প্রধান কারণ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Schengen Visa Rejection Reasons: কেন শেনজেন ভিসার আবেদন বাতিল করা হয়? এর ৬টি কারণ রয়েছে। এখানে তার তালিকা দেওয়া হল।
advertisement
1/7

নিয়ম মেনে আবেদন করার পর যদি ভিসা না মেলে, তাহলে কেমন লাগে? হতাশ হওয়াই স্বাভাবিক। যাঁরা শেনজেন ভিসার জন্য আবেদন করেন, তাঁরা এটা ভাল বোঝেন। কারণ পরিশ্রম এবং সময় নষ্ট তো হয়ই, গাদা খানেক টাকাও জলে যায়।Representative Image
advertisement
2/7
একাধিক রিপোর্টে উঠে এসেছে, ২০২৩ সালে কয়েক হাজার ভারতীয় পর্যটক শেনজেন ভিসার জন্য প্রায় ১০ মিলিয়ন ডলার ব্যয় করেছেন। কিন্তু বেশিরভাগেরই আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গড়ে পাঁচজনের মধ্যে একজনের শেনজেন ভিসার আবেদন নাকচ করেছে কর্তৃপক্ষ।
advertisement
3/7
এখন প্রশ্ন হল, কেন শেনজেন ভিসার আবেদন বাতিল করা হয়? প্রাথমিকভাবে এর ৬টি কারণ রয়েছে। এখানে তার তালিকা দেওয়া হল। সমস্ত প্রয়োজনীয় নথি আছে কি না, সবার আগে নিশ্চিত করতে হবে। ভুল বা অসম্পূর্ণ আবেদন ভিসা বাতিলের প্রধান কারণ। এর জন্য খুব সাবধানে আবেদনপত্র পূরণ করতে হবে। খেয়াল রাখতে হবে, যেন কোনও ভুল না হয়। পাশাপাশি সমস্ত প্রয়োজনীয় তথ্য এবং সহায়ক নথি দিতে হবে। ছোটখাটো ভুলেও ভিসা বাতিল হতে পারে।
advertisement
4/7
শেনজেন ভিসার আবেদনকারীদের প্রমাণ করতে হবে, ভ্রমণের খরচ মেটানোর মতো পর্যাপ্ত টাকাপয়সা তাঁদের হাতে আছে। হোটেল, খাবার বা পরিবহণের খরচ মেটাতে কোনও অসুবিধা হবে না। ব্যাঙ্ক স্টেটমেন্ট বা অন্যান্য আর্থিক নথি থেকে যদি এই ব্যাপারে নিশ্চয়তা না পাওয়া যায়, তাহলে ভিসা বাতিল করা হবে।
advertisement
5/7
ট্রাভেল বিমা থাকা আবশ্যিক। বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা খরচ মেটাতে যেন কোনও অসুবিধা না হয়। শেনজেন ভিসার আবেদনের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিকঠাক মূল্যের কভারেজের ট্রাভেল ইনস্যুরেন্স দেখাতে না পারলে ভিসা দেওয়া হয় না।
advertisement
6/7
ভ্রমণের উদ্দেশ্য কী? সেটাও আবেদনকারীকে স্পষ্ট ভাবে জানাতে হবে। দাবির স্বপক্ষে পেশ করতে হবে প্রমাণ। উদ্দেশ্য বিশ্বাসযোগ্য না হলে বা আবেদনকারীর প্রোফাইলের সঙ্গে না মিললে ভিসা বাতিল করে দেবে কর্তৃপক্ষ।
advertisement
7/7
ভিসা ওভারস্টে (Visa Overstay) বা নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে শেনজেন ভিসা মিলবে না। শেনজেন ভিসার আবেদন করতে চাইলে দেশপ্রেমের প্রমাণ দিতে হবে। স্বদেশের প্রতি শ্রদ্ধা রয়েছে কি না খতিয়ে দেখে ভিসা কর্তৃপক্ষ। পাশাপাশি চাকরি, পারিবারিক দায়িত্ব রয়েছে কি না, তাও দেখা হয়। আসলে আবেদনকারী ঘোরা শেষে নিজের দেশে ফিরবে কি না, সেটা দেখাই এর উদ্দেশ্য।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Schengen Visa: বারবার আবেদন করেও মিলছে না? জেনে নিন শেনজেন ভিসা বাতিলের ৬টি প্রধান কারণ