TRENDING:

Sawan Kalashtami 2022: শ্রাবণ মাসের তৃতীয় দিনের সব থেকে বড় সংযোগ কালাষ্টমীর মহাব্রত, কালভৈরবের কৃপার জন্য সারাদিনে একবার ক্ষুদ্র কাজটি সেরে ফেলুন

Last Updated:
Sawan Kalashtami 2022: শ্রাবণ মাসের প্রতিটি দিনেই মহাদেবের শরণই এনে দেবে মুক্তির পথ
advertisement
1/9
শ্রাবণ কালাষ্টমীর মহাব্রত, কালভৈরবের কৃপার জন্য সারাদিনে ক্ষুদ্র কাজটি সারুন
হিন্দু ধর্মের এক এক তিথি এক রকম ভাবে গুরুত্ব বহন করে জীবনে ৷ প্রতি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালাষ্টমী পালন করা হয় ৷ এই দিন কালভৈরবের জন্যই অর্পিত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
কালভৈরব হয় মহাদেবের রুদ্রমূর্তির এক অন্য নাম ৷ কালভৈরবের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে নিয়ম মেনে পুজোপাঠ করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
শ্রাবণ মাসে এই তিথির গুরুত্ব বেশ কয়েকগুণ বেড়ে যায় ৷ বুধবার অর্থাৎ ২০ জুলাই ২০২২ শ্রাবণের কালাষ্টমী তিথি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
মনে করা হয় কালভৈরব ভগবান শিবের অন্যতম এক রূপ ৷ কালভৈরবে পুজো করলে জীবন থেকে দুঃখ দুর্দশার শেষ হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
মনে করা হয় কালভৈরব ব্রহ্মা-বিষ্ণু ও মহেশ্বরের শক্তি ত্রিশক্তিতে সমন্বিত ৷ প্রচলিত আছে এইদিনে পুজোর পরে ভৈরব চল্লিশা পাঠ করলে বিশেষ উপকার পাওয়া সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
মনে করা হয় কালভৈরব ব্রহ্মা-বিষ্ণু ও মহেশ্বরের শক্তি ত্রিশক্তিতে সমন্বিত ৷ প্রচলিত আছে এইদিনে পুজোর পরে ভৈরব চল্লিশা পাঠ করলে বিশেষ উপকার পাওয়া সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
শ্রাবণ মাস অর্থাৎ ভোলানাথের মাস তাঁকে সন্তুষ্ট করলে জীবনের অনেক ধরনের বিদা বিপত্তি অতি সহজেই দূরীভূত হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
মহাদেব অতি সহজেই সন্তুষ্ট হন বলেও তাঁকে আশুতোষ বলা হয় ৷ কোনও বিরাট আয়োজনের প্রয়োজন হয়না তিনি শুধুমাত্র একটি বেলপাতাতেই সন্তুষ্ট ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Sawan Kalashtami 2022: শ্রাবণ মাসের তৃতীয় দিনের সব থেকে বড় সংযোগ কালাষ্টমীর মহাব্রত, কালভৈরবের কৃপার জন্য সারাদিনে একবার ক্ষুদ্র কাজটি সেরে ফেলুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল