TRENDING:

Sawan 2021: আগামিকাল থেলে শুরু শ্রাবণ মাস, এ বছর শ্রাবণে রয়েছে ৫টি সোমবার, দেখে নিন দিনগুলি

Last Updated:
Sawan Somwar 2021 Fasting Dates: চলতি বছর ১৮ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে। শেষ হবে ১৭ অগাস্ট
advertisement
1/5
আগামিকাল থেলে শুরু শ্রাবণ মাস, এ বছর শ্রাবণে রয়েছে ৫টি সোমবার, দেখে নিন দিনগুলি
হিন্দু ধর্মে একেকটি মাসের একেকরকম গুরুত্ব রয়েছে। এর মধ্যে শ্রাবণ মাস বিশেষ করে ভগবান শিবের উদ্দেশে নিবেদিত। এই মাসের চারটি সোমবারে আয়োজিত হয় তাঁর বিশেষ পূজা যা শ্রাবণ সোমবার ব্রত নামে সুপরিচিত। যখন পূর্ণিমা তিথিতে শ্রবণা নক্ষত্রের সমাবেশ হয়, সেই সময় থেকেই শুরু হয় শ্রাবণ মাস।
advertisement
2/5
চলতি বছর ১৮ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে। শেষ হবে ১৭ অগাস্ট। শ্রাবণ শিবের অত্যন্ত প্রিয় মাস। বিবাহিত মহিলারা শ্রাবণ সোমবারের উপবাস রাখেন এবং শিবের কাছ থেকে সৌভাগ্য প্রার্থনা করেন। আবার অবিবাহিতারা শ্রাবণের সোমবারের উপবাস রাখলে ও মহাদেবের পুজো করলে পছন্দের জীবনসঙ্গী পেতে পারেন। চলতি বছর শ্রাবণ মাসের ৫টি সোমবার পড়ছে-- ১৯ জুলাই ২০২১, ২৬ জুলাই ২০২১, ২ অগাস্ট ২০২১, ৯ অগাস্ট ২০২১ আর ১৬ অগাস্ট ২০২১।
advertisement
3/5
বলা হয়, এই শ্রাবণ মাসের শুরুতেই দেবাসুরের সম্মিলিত প্রয়াসে শুরু হয়েছিল সমুদ্রমন্থনের উদ্যোগ। মন্থন চলছিল দুর্দান্ত গতিতে, ক্ষীরসমুদ্র উত্তাল হয়ে উঠেছিল মন্থনদণ্ডের ঘর্ষণে। সেই সময়েই সমুদ্রের তলদেশ তোলপাড় করে উঠে আসে মহাগরল কালকূট। সেই বিষের ধোঁওয়ায় সৃষ্টি উৎসন্নে যেতে বসেছিল। দেবতা, অসুর এবং সৃষ্টির সমুদায় জীবনকে রক্ষা করার জন্য কালকূট পান করেছিলেন ভগবান শিব।
advertisement
4/5
মাতা পার্বতী এই সময়ে হাত দিয়ে তাঁর কণ্ঠ চেপে ধরায় বিষ সারা শরীরে ছড়িয়ে পড়তে পারেনি, তা গলায় আটকে যায়। কিন্তু বিষের প্রভাবে শিবের কণ্ঠদেশ নীলবর্ণ ধারণ করে, তাঁর নাম হয়ে যায় সেই থেকে নীলকণ্ঠ। উপরন্তু বিষের দারুণ দহনে তাঁর সর্বাঙ্গে তীব্র জ্বালা শুরু হয়। লোকবিশ্বাস, সেই বিষতাপ প্রশমনের জন্য দেবতারা কলসে করে সমুদ্রের জল এনে তাঁর অভিষেক করেছিলেন যাতে শরীর শান্ত হয়। সেই ঘটনা স্মরণে আজও শ্রাবণ মাসের সোমবারে ভক্তেরা বাঁকে করে গঙ্গাজল নিয়ে গিয়ে কোনও শিবমন্দিরে লিঙ্গাভিষেক সম্পন্ন করেন।
advertisement
5/5
শিবের অপর নাম ভোলানাথ। অপ্লতেই প্রসন্ন হন তিনি। জল ও একটি বেলপাতা অর্পণ করলেই শিবকে প্রসন্ন করা যায়। শ্রাবণের সোমবারে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে মন্দিরে গিয়ে শিব ও পার্বতীকে পুজোর সমস্ত উপকরণ অর্পণ করুন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Sawan 2021: আগামিকাল থেলে শুরু শ্রাবণ মাস, এ বছর শ্রাবণে রয়েছে ৫টি সোমবার, দেখে নিন দিনগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল