Sawan 2021: পুজোর আগে এই ভাবে মহাদেবকে অভিষেক করলে কোনও দিন টাকার অভাব হয় না
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
পুজোর আগে দেবতাকে অভিষেক করতে হয় ৷ অভিষেকের অনেক ধরন রয়েছে ৷ একেক রকম অভিষেকে একেক রকম ফল পাওয়া যায়---
advertisement
1/10

শ্রাবণ মাস তো মহাদেবেরই মাস ৷ সেই শ্রাবণ মাসের সোমবার মহাদেবের পুজোর বিশেষ দিন ৷ দেবাদিদেবকে উপাসনার দিন ৷ সকলেই মহাদেবের পুজো করলেও অনেকেই কিন্তু জানেন না পুজোর আগে দেবতাকে অভিষেক করতে হয় ৷ অভিষেকের অনেক ধরন রয়েছে ৷ একেক রকম অভিষেকে একেক রকম ফল পাওয়া যায়----
advertisement
2/10
গঙ্গাজল বা কলের জলের সঙ্গে কাঁচা দুধ, কেশর এবং মিছরি মিশিয়ে অভিষেক করলে আয়ের পথ খুলে যায়।
advertisement
3/10
গঙ্গাজলে বা কলের জলে আকন্দ ফুল ফেলে অভিষেক করলে কোনও দিন অন্নের অভাব হয় না।
advertisement
4/10
সাদা তিল বেটে গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে সময়মতো মনষ্কামনা পূর্ণ হয়।
advertisement
5/10
ভেলি গুড়, গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে প্রেম সফল হয়।
advertisement
6/10
পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি ও পাঁচটি আকন্দ ফুল জলে ফেলে অভিষেক করলে মহিলাদের সৌভাগ্য প্রাপ্তি ঘটে।
advertisement
7/10
পাঁচটি বাতাসা এবং এক চামচ তিল জলে দিয়ে অভিষেক করলে বিবাহে বিঘ্ন দূর হয়।
advertisement
8/10
রূপার তৈরী নাগ-নাগিনী শিবলিঙ্গের উপর স্থাপন করে, জলে কাঁচা দুধ মিশিয়ে অভিষেক করলে কালসর্প দোষের প্রভাব কমে যায়।
advertisement
9/10
ঘি, চিনি, গোলাপি আবির, ২ চামচ চালের পায়েস ঠান্ডা করে গঙ্গাজল বা কলের জলে মিশিয়ে অভিষেক করলে সরকারী চাকরি প্রাপ্তি হয়।
advertisement
10/10
গঙ্গাজল বা কলের জলে রুদ্রাক্ষ দিয়ে অভিষেক করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Sawan 2021: পুজোর আগে এই ভাবে মহাদেবকে অভিষেক করলে কোনও দিন টাকার অভাব হয় না