Visva Bharati University: এত তো ঘুরতে যান, সন্তানকে পড়াবেন ভাবেন! জানেন কীভাবে গড়ে উঠল শান্তিনিকেতন আশ্রম, বিশ্বভারতী? অজানা ইতিহাস
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Visva Bharati University: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন আশ্রম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বর্তমানে ইউনেসকো স্বীকৃত 'ওয়ার্ল্ড হেরিটেজ'। তবে এর অনেক ইতিহাস রয়েছে, যা আজও অনেকের অজানা।
advertisement
1/7

*বীরভূমের মধ্যে অবস্থিত বোলপুর শান্তিনিকেতন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন আশ্রম ও বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বর্তমানে ইউনেসকো স্বীকৃত 'ওয়ার্ল্ড হেরিটেজ'। প্রতিবেদনঃ সৌভিক রায়। ফাইল ছবি।
advertisement
2/7
*বিশ্ববিদ্যালয় বিশ্ব ঐতিহ্যের এই তকমা পেয়েছে। প্রত্যেকদিন দেশ-বিদেশের বহু পর্যটক এই বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য আসেন। আর এই বিশ্বভারতী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রখ্যাত শিল্পীদের শিল্পকর্ম, ভাস্কর্য। স্থাপনের সময় থেকে সমান ধারায় ইতিহাস, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ধারক ও বাহক এই প্রতিষ্ঠান। তাই সারা বিশ্বে তা সমাদৃত। ফাইল ছবি।
advertisement
3/7
*১৯ থেকে ২৫ নভেম্বর বিশ্ব হেরিটেজ সপ্তাহে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতী ও শান্তিনিকেতনের ইতিহাস তুলে ধরলেন অধ্যাপক ও পড়ুয়ারা। বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক তথা আন্তর্জাতিক বাংলাদেশ ভবনের সমন্বায়ক মানবেন্দ্র মুখোপাধ্যায় জানালেন শান্তিনিকেতন আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার ইতিহাস। ফাইল ছবি।
advertisement
4/7
*১৮৮৩ সালের মার্চ মাসে রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে ছাতিমতলা-সহ ২০ বিঘা জমি বার্ষিক পাঁচ টাকা খাজনায় মৌরসীপাট্টা পেয়েছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। উদ্দেশ্য ছিল, অরণ্যবেষ্টিত এই স্থানে একটি ব্রহ্ম আশ্রম প্রতিষ্ঠা করা। ফাইল ছবি।
advertisement
5/7
*তবে জমি পাওয়ার আগে থেকেই এখানে একটি গৃহ ছিল, যা আজ বর্তমানে 'শান্তিনিকেতন গৃহ' হিসাবে পরিচিত। এই স্থানেই মহর্ষি শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন।দেশের শিক্ষা ব্যবস্থা, পরিকাঠামো নিয়ে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মতাদর্শগত পার্থক্য বরাবরই ছিল। ফাইল ছবি।
advertisement
6/7
*শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার পর এখানে শুরু হয় ব্রহ্ম উপাসনা।পাশাপাশি পঠন-পাঠন শুরুর চিন্তাভাবনা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুর। সেই মতো ১৯০১ সালে শুরু হয় বিদ্যালয় অধ্যয়ন। প্রথমে এর নাম ছিল 'ব্রহ্মচর্যাশ্রম'। পরে রবীন্দ্রনাথ ঠাকুর 'বিশ্বভারতী' নামকরণ করেন। ফাইল ছবি।
advertisement
7/7
*১৯১৮ সাল থেকে বিশ্বভারতী সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ করে। তবে ১৯২১ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে বিশ্বভারতীর জন্ম হয়৷ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিত ব্যক্তিদের আহ্বান করে আনেন রবীন্দ্রনাথ। শুরু হয় বিশ্বভারতীর পথ চলা। এখনএই বিশ্বভারতী শান্তিনিকেতন ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজের চাদরে মুড়ে রয়েছে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Visva Bharati University: এত তো ঘুরতে যান, সন্তানকে পড়াবেন ভাবেন! জানেন কীভাবে গড়ে উঠল শান্তিনিকেতন আশ্রম, বিশ্বভারতী? অজানা ইতিহাস