Salary: বলুন তো, ভারতের কোন রাজ্যে বেতন সব থেকে বেশি? বাংলার কী অবস্থা, শুনে চমকে যাবেন!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Salary: এই তালিকাটি স্ট্যাটিস্টা তৈরি করেছিল। গড় মাসিক বেতনের ভিত্তিতে।
advertisement
1/11

গ্রাম ছেড়ে চাকরির জন্য শহরে আসার কথা ভাবছেন! তবে আপনি কোথায় সর্বোচ্চ বেতন পেতে পারেন, তা জেনে নেওয়া ভাল। এই তালিকাটি স্ট্যাটিস্টা তৈরি করেছিল। গড় মাসিক বেতনের ভিত্তিতে।
advertisement
2/11
এটি ২০২২ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল। তারা বলছে, সারা দেশে সব থেকে বেশি গড় বেতন উত্তরপ্রদেশে। ২০,৭৩০ টাকা।
advertisement
3/11
এই তালিকার ২ নম্বরে রয়েছে বাংলা। অনেকেই আক্ষেপ করে বলেন, বাংলায় চাকরি নেই! এদিকে তথ্য বলছে, বাংলায় গড় মাসিক মাইনে ২০,২১০ টাকা।
advertisement
4/11
মহারাষ্ট্র এই তালিকার তিনে। সেখানে গড় মাসিক মাইনে ২০,০১১ টাকা।
advertisement
5/11
বিহারের বহু ছেলে-মেয়ে রাজ্য ছেড়ে অন্য জায়গায় চাকরি করতে যান। অথচ বিহার তালিকার চারে। সেখানে গড় মাসিক মাইনে ১৯,৯৬০ টাকা।
advertisement
6/11
রাজস্থান পাঁচে। সেখানে গড় মাসিক মাইনে ১৯,৭৪০ টাকা।
advertisement
7/11
৬ নম্বরে মধ্যপ্রদেশ। সেখানে গড় মাসিক বেতন রাজস্থানের মতোই।
advertisement
8/11
সাতে রয়েছে তামিলনাড়ু। ১৯,৬০০ টাকা সেখানে মাসিক গড় বেতন।
advertisement
9/11
আটে কর্ণাটক। সেখানে গড় মাসিক মাইনে ১৯,১৫০ টাকা।
advertisement
10/11
গুজরাট ৯ নম্বরে। সেখানে গড় মাসিক বেতন ১৮,৮৮০ টাকা।
advertisement
11/11
দশে ওড়িশা। সেখানে গড় মাসিক মাইনে ১৮,৭৯০ টাকা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Salary: বলুন তো, ভারতের কোন রাজ্যে বেতন সব থেকে বেশি? বাংলার কী অবস্থা, শুনে চমকে যাবেন!