TRENDING:

Safest Seat In a Plane During Crash:শুধু ডিসেম্বরেই বিমান দুর্ঘটনায় মৃত ২৩৬,' প্লেন ক্র্যাশ'-এর সময় বিমানের কোন সারির কোন আসন সবচেয়ে নিরাপদ? জেনে রাখা জরুরি

Last Updated:
মাঝ-আকাশে বিমান দুর্ঘটনা ঘটলে প্রাণে বাঁচবেন কী করে? বিমানের কোথায় বসা নিরাপদ? পরের বার টিকিট কাটার আগে জেনে নিন
advertisement
1/7
শুধু ডিসেম্বরেই বিমান দুর্ঘটনায় মৃত ২৩৬,বিমানের কোন সারির কোন আসন সবচেয়ে নিরাপদ?
গত বছরের শেষে একের পর এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ব। শুধুমাত্র ডিসেম্বর মাসে ছ’টি বিমান দুর্ঘটনা ঘটল বিশ্বের নানা প্রান্তে। এই বিমান দুর্ঘটনাগুলিতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৩৬ জন।
advertisement
2/7
দক্ষিণ কোরিয়ার মুয়ানে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে জেজু এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমান। এই বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৭৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে সে দেশের প্রশাসন। তবে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। সে ক্ষেত্রে শুধু ডিসেম্বরে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
advertisement
3/7
অনেকেরই ধারণা, বাস বা ট্রেনের মাঝামাঝি বসলে দুর্ঘটনায় প্রাণে বাঁচার তাও খানিকটা সম্ভাবনা থাকে। কারণ, দুর্ঘটনা সামনের দিক থেকে হোক বা পিছনের দিকে, মাঝে থাকা যাত্রীদের নাগাল পাওয়া কঠিন। বিমানের ক্ষেত্রেও কি এই একই ধারণা কার্যকর?
advertisement
4/7
কম সময়ে দূরের গন্তব্যে যাওয়ার সেরা বিকল্প হল বিমান। এতে সময় বাঁচে অনেকটা। কিন্তু বিমানে উঠতে ভয় পান, এমন মানুষের সংখ্যাও কম নয়। মাঝ-আকাশে বিমান দুর্ঘটনা ঘটলে প্রাণে বাঁচবেন কী করে? বিমানের কোথায় বসা নিরাপদ? পরের বার টিকিট কাটার আগে জেনে নিন
advertisement
5/7
বিশেষজ্ঞদের মতে, বিমানে আগুন লাগা বা বিমান ভেঙে পড়ার মতো দুর্ঘটনার ক্ষেত্রে প্রাণে বাঁচতে মাঝের আসনটিই সবচেয়ে নিরাপদ। বেশির ভাগ যাত্রীই জানলার পাশের আসনটিতে বসত পছন্দ করেন। কিন্তু সব দিক থেকে নিরাপদ মাঝের আসনটিই।
advertisement
6/7
সাধারণ মানের সব বিমানগুলিতেই বসার সিট-এর ছক মোটামুটি এক। সেই অনুযায়ী, তিনটি আসনের মাঝেরটি সবথেকে নিরাপদ। পাশাপাশি, আপৎকালীন রাস্তার আগের সারিতে বসাও নিরাপদ।
advertisement
7/7
বিভিন্ন ক্ষেত্রেই দেখা গিয়েছে, বিমানের ডানায় আগুন লেগে সেখান থেকে তা গোটা বিমানে ছড়িয়ে পড়ে। বিমানের ডানায় জ্বালানি ভরা থাকে। তাই তার কাছাকাছি কোনও আসনে না বসাই ভাল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Safest Seat In a Plane During Crash:শুধু ডিসেম্বরেই বিমান দুর্ঘটনায় মৃত ২৩৬,' প্লেন ক্র্যাশ'-এর সময় বিমানের কোন সারির কোন আসন সবচেয়ে নিরাপদ? জেনে রাখা জরুরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল