শ্রীমা সারদা স্বয়ং মা লক্ষ্মীর স্বরূপ, শ্রীরামকৃষ্ণ সাধনায় নিজের জীবন অতিবাহিত করেছিলেন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
মা সারদা হলেন ত্যাগের প্রতীক, মায়ের অসীম দয়ার স্পর্শ পেয়েছেন অনেকেই
advertisement
1/5

সারদামণি মুখোপাধ্যায় বা মুখুজ্জে ৷ জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ৷ শৈশব থেকেই মা ছিলেন দয়াময়ী ৷
advertisement
2/5
ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যথার্থ অর্থেই সহধর্মিনী ৷ শ্রীমা সারদা স্বয়ং মা লক্ষ্মীর স্বরূপ ৷ মায়ের জন্ম থেকে পরবর্তী জীবন যেন আগে থেকেই দৈব্যবাণী হয়েছিল ৷
advertisement
3/5
কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাত্র পাঁচ বছরের সারদামণি ৷ এরপরেই শ্রীরামকৃষ্ণ সাধনায় নিজের জীবন অতিবাহিত করেছিলেন সারদা মা ৷
advertisement
4/5
দয়াই তাঁর চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ৷ সংকীর্ণতাকে দূরে সরিয়ে মা যুক্তি, বুদ্ধি, বিচার বিশ্লেষণকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মা সারদা ৷
advertisement
5/5
শান্তি প্রতিষ্ঠাই ছিল মা সারদার জীবনের একমাত্র উদ্দেশ্য তিনি বলতেন শান্তি শান্তি করেই মানুষ লাফায় ৷ পাগল হয়ে গিয়ে নিজেই অসান্তি সৃষ্টি করে ৷ যদি সান্তি চাও মা কারোর দোষ দেখনা দোষ দেখবে কেবল নিজের ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
শ্রীমা সারদা স্বয়ং মা লক্ষ্মীর স্বরূপ, শ্রীরামকৃষ্ণ সাধনায় নিজের জীবন অতিবাহিত করেছিলেন