Roopa Ganguly In Mahabharat: 'মহাভারত'-এর এই 'একটি' দৃশ্যের পর কেঁদে ফেলেছিলেন রূপা... 'দুঃশাসন'এর সঙ্গে বন্ধুত্ব ভেঙে গিয়েছিল! বন্ধ হয়েছিল কথাও
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Roopa Ganguly In Mahabharat: দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করে নেওয়া অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ও এই সিরিয়ালের শ্যুটিং ও অন্যান্য কুশীলবদের সম্পর্কে কিছু অজানা গল্প শেয়ার করতে চলেছি এই প্রতিবেদনে যা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন মুহূর্তে।
advertisement
1/6

যদিও বিআর চোপড়ার 'মহাভারত'-এর প্রায় সবকটি চরিত্রই বিখ্যাত, কিন্তু এমন একটি চরিত্র আছে যে নিজের পরিচয় তৈরি করে নিয়েছিল ঘরে ঘরে এবং এখনও তার চরিত্রের জন্য তুমুল জনপ্রিয় এই তারকা। তিনি আর কেউ নন, 'মহাভারত'-এর 'দ্রৌপদী' চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।
advertisement
2/6
এই একটি চরিত্র দিয়েই দর্শকদের হৃদয়ে বড় জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী। সিরিয়ালে তাকে দেখে সবাই যেন তাঁকে দ্রৌপদীর ভূমিকাতেই দেখতে শুরু করেছিলেন। রূপা গঙ্গোপাধ্যায় এই সিরিয়াল সম্পর্কিত বেশ কিছু গল্প প্রকাশ করেন সংবাদ মাধ্যমে। তারই মধ্যে কিছু কিছু গল্প ছিল খুবই মজার আবার কিছু ছিল অবাক করার মতোই।
advertisement
3/6
আজ বি আর চোপড়ার মহাভারত ও তাতে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করে নেওয়া অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ও এই সিরিয়ালের শ্যুটিং ও অন্যান্য কুশীলবদের সম্পর্কে কিছু অজানা গল্প শেয়ার করতে চলেছি এই প্রতিবেদনে যা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন মুহূর্তে।
advertisement
4/6
একটি সাক্ষাৎকারে রূপা এই গল্পটি শেয়ার করেছিলেন। মহাভারত সিরিয়ালের অভিজ্ঞতার এই গল্প যেমন অবাক করা তেমনই অনেকে এটিকে বেশ মজার গল্প হিসেবেও নিতে পারেন। তবে রূপা অনুরাগীরা এই গল্প শুনে কী বলেন সেটাই দেখার। সাক্ষাৎকারে রূপা জানান, ' টানা প্রায় ২ বছর ধরে আমরা যেন আমাদের চরিত্রগুলির মধ্যেই সেই সময় বাঁচছিলাম। আমার ক্ষেত্রে যেমন হয়েছিল, আমি 'বস্ত্রহরণ' দৃশ্যের আগে এবং পরে, দুঃশাসনের সঙ্গে তেমন ভাবে কখনও কথা পর্যন্ত বলিনি। যদিও তিনি একজন ভাল মানুষ ছিলেন বলেই জানতাম। অন্যদিকে কর্ণ চরিত্রটি আমার খুব প্রিয় ছিল।"
advertisement
5/6
রূপা আরও বলেন, 'কর্ণের চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ ধীর, যিনি অতিশয় ভালো মানুষ ছিলেন বাস্তবেও। তাঁর ভূমিকা আমার খুব পছন্দ হয়েছিল। কখনও কখনও এমনটা হয়, আপনি যখন আপনার চরিত্রে হারিয়ে যান, সংলাপ পড়েন বার বার, তখন আপনি এটি বিশ্বাস করতে শুরু করেন আপনি আদতেই সেই চরিত্র। আমার ক্ষেত্রে তাই হয়েছিল।" এছাড়াও এই সাক্ষাৎকারে রূপা তাঁর চরিত্র এবং হিন্দি বলা অনুশীলন করা নিয়েও নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। তাঁর কথায়, বাঙালি হওয়ায় রূপা গঙ্গোপাধ্যায়কে এক্ষেত্রে হিন্দি বলার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। রূপা বলেন- 'মহাভারতে আমাকে হিন্দি বলতে হয়েছিল, এটা আমার জন্য সত্যি খুবই কঠিন ছিল।'
advertisement
6/6
রূপা সেই দৃশ্যের কথাও স্বীকার করেন যে দৃশ্যের পরে দুঃশাসনের ভূমিকায় অভিনয় করা অভিনেতার সঙ্গে তাঁর বন্ধুত্ব ভেঙে যায়। হ্যাঁ, ঠিক তাই। বস্ত্রহরণের সেই দৃশ্যের পরে, দুঃশাসনের চরিত্রে অভিনয় করা বিনোদ কাপুরের সঙ্গে কথোপকথন পুরোপুরি বন্ধ হয়ে যায় দ্রৌপদী চরিত্রে থাকা রূপা গঙ্গোপাধ্যায়ের। আর এই ভাবেই নষ্ট হয়ে গিয়েছিল বন্ধুত্ব। আসলে নিজের চরিত্র থেকে বেরোতেই পারেননি সেই সময় অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।"
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Roopa Ganguly In Mahabharat: 'মহাভারত'-এর এই 'একটি' দৃশ্যের পর কেঁদে ফেলেছিলেন রূপা... 'দুঃশাসন'এর সঙ্গে বন্ধুত্ব ভেঙে গিয়েছিল! বন্ধ হয়েছিল কথাও