TRENDING:

Mansa Musa: ৩২ লক্ষ কোটি টাকার সম্পত্তি ! চেনেন চতুর্দশ শতাব্দীতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে?

Last Updated:
Mansa Musa - World Richest man of 14th Century : অবিশ্বাস্য হলেও সত্যি। আফ্রিকার বাসিন্দা সেই ব্যক্তির সম্পত্তির পরিমাণ আজও ছাপিয়ে যেতে পারেননি কেউ।
advertisement
1/8
৩২ লক্ষ কোটির সম্পত্তি! চেনেন চতুর্দশ শতাব্দীতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে?
প্রতি বছরে প্রকাশিত হয় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা। সেই তালিকা অনুসারে, বর্তমানে Tesla-র সিইও এলন মাস্কই বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। এই মুহূর্তে তাঁর মোট সম্পদের পরিমাণ ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ কোটি টাকা।
advertisement
2/8
ওই তালিকায় রয়েছেন Amazon-এর মালিক জেফ বেজোস, Microsoft-এর প্রাক্তন সিইও বিল গেটস, ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি। হায়দরাবাদের নিজামও এই তালিকায় রয়েছেন। কিন্তু এঁদের থেকেও অনেক বেশি সম্পদ ছিল কোনও মানুষের কাছে। প্রায় ৮০০ বছর আগে। অবিশ্বাস্য হলেও সত্যি।
advertisement
3/8
আফ্রিকার বাসিন্দা সেই ব্যক্তির সম্পত্তির পরিমাণ আজও ছাপিয়ে যেতে পারেননি কেউ। প্রায় ৮০০ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ছিলেন সম্রাট মানসা মুসা। চতুর্দশ শতকে পশ্চিম আফ্রিকার একটি দেশ শাসন করতেন তিনি। সেই সময় তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ভারতীয় বর্তমান মুদ্রায় প্রায় ৩২ লক্ষ কোটি টাকা। মানসা মুসাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।
advertisement
4/8
মানসা মুসার জন্ম আনুমানিক ১২৮০ সাল নাগাদ। আনুমানিক ১৩১২ সালে তিনি পশ্চিম আফ্রিকার দেশ পশ্চিম মালির রাজা হন। তাঁর শাসনাধীন এলাকা বর্তমান আইভরি কোস্ট, সেনেগাল, মালি এবং বুরকিনা ফাসো পর্যন্ত বিস্তৃত ছিল। মানসা মুসার রাজধানী ছিল টিমবকটু ওয়াসা।
advertisement
5/8
এই বিপুল সম্পত্তির প্রধান উৎস ছিল রফতানি— মূলত সোনা ও লবণ। ১৩২৪ সালে, মুসা পবিত্র মক্কায় যাত্রা করেন। সেই যাত্রার ইতিহাস তাক লাগিয়ে দেয় সকলকে। তাঁর বাহনটিকে সাহারা মরুভূমিতে প্রবেশ করা সবচেয়ে বড় যান বলে মনে করা হয়।
advertisement
6/8
এই যাত্রায় মুসার সঙ্গে ছিল শতাধিক উট, প্রচুর সোনাদানা, প্রায় ১২ হাজার সেবক এবং আট হাজার অনুগামী।
advertisement
7/8
ইতিহাস বলে, বিপুল সম্পত্তির মালিক মুসা ছিলেন নিরহঙ্কারী। তাঁর উদারতা তাঁকে খ্যাতিও দিয়েছে। প্রজারা তাঁকে ‘সকল রাজার রাজা’ বলে ডাকতেন।
advertisement
8/8
ব্রিটিশ মিউজিয়ামের থেকে পাওয়া তথ্য অনুযায়ী মুসার শাসনামলে বিশ্বের সবচেয়ে বেশি সোনা উত্তোলিত হয়েছিল। অতিথিদের হাতে তিনি তুলে দিতেন সোনার ডালা। আজও পৃথিবীতে কেউ তাঁর থেকে বেশি সম্পদ সঞ্চয় করতে পারেননি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Mansa Musa: ৩২ লক্ষ কোটি টাকার সম্পত্তি ! চেনেন চতুর্দশ শতাব্দীতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল