TRENDING:

পুরুষ নাকি মহিলা, ওয়ার্ক ফ্রম হোম কাদের জন্য লাভজনক? জানাল গবেষণা

Last Updated:
Working From Home Is More Beneficial For Dads: করোনার সময় থেকে ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটার সঙ্গে অনেক কর্মী পরিচিত হয়েছেন।
advertisement
1/5
পুরুষ নাকি মহিলা, ওয়ার্ক ফ্রম হোম কাদের জন্য লাভজনক? জানাল গবেষণা
একটি গবেষণা জানাচ্ছে, মেয়েদের থেকে ছেলেরাই ওয়ার্ক ফ্রম হোমে বেশি লাভবান। বাড়িতে কাজ করা মায়েদের চেয়ে বাবাদের সুবিধা বেশি। চীন এবং দক্ষিণ কোরিয়ার দম্পতিদের নিয়ে একটি গবেষণায় দেখা গেছে যে মহিলাদের তুলনায় বেশি পুরুষরা তাদের সন্তানদের যত্ন নেন বাড়িতে থাকলে।
advertisement
2/5
ওহিও স্টেট ইউনিভার্সিটির পরিচালিত একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে, মহিলারা যখন বাড়ি থেকে কাজ করেন তখন তাঁরা অতিরিক্ত চাপে পড়ে যান। কারণ এরই মধ্যে তাঁদের ঘর দেখাশোনার কাজ করতে হয়। পুরুষরা যখন কাজ করে, মহিলারা তাদের সাহায্য করে। ফলে পুরুষরা ওয়ার্ক ফ্রম হোমে বেশি লাভবান।
advertisement
3/5
গবেষণা জানিয়েছে, ওয়ার্ক-লাইফ ব্যালান্স করার ব্যাপারে মেয়েদের থেকে পুরুষরা এগিয়ে।
advertisement
4/5
গবেষণা আরও বলছে, পুরুষদের বেশিরভাগ কাজে মহিলারা সহায়তা করেন। ফলে পুরুষদের কাজ তাড়াতাড়ি শেষ হয়। তবে ঘরের কাজের ক্ষেত্রে মহিলাদের সব কিছু একাই সামলাতে হয়।
advertisement
5/5
মহিলারা ঘর থেকে কাজের সময় পারিবারিক দায়িত্ব পালন করেন।, কিন্তু পুরুষের ক্ষেত্রে তা হয় না। তারা তাদের কাজের প্রতি মনোযোগী থাকে। গবেষণায় বলা হয়েছে, আজও যখন মহিলারা অফিস থেকে বাড়িতে আসেন, তখন তাদের ঘরের কাজও করতে হয়। তবে বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে সেটা হয় না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পুরুষ নাকি মহিলা, ওয়ার্ক ফ্রম হোম কাদের জন্য লাভজনক? জানাল গবেষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল