GK Quiz: আপনার সামনের মানুষটি কি মিথ্যে বলছে? 'একটা' অঙ্গ দেখলেই বুঝে যাবেন! ৯৯ শতাংশ লোকই ডাহা ফেল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
জার্নাল অভ বেসিক অ্যান্ড অ্যাপ্লায়েড সোশাল সাইকোলজিতে সস্প্রতি প্রকাশিত একটি গবেষণার তথ্য অনুযায়ী, ৬০ শতাংশ মানুষই ১০ মিনিটের আলাপের পরেই মিথ্যা বলতে শুরু করে।
advertisement
1/7

কখনও প্রাণ বাঁচাতে, কখনও শুধু এমনিই আমরা মিথ্য়ে বলি। কারণে অকারণে, অন্য়কে বিপদে ফেলতে, নিজেদের স্বার্থসিদ্ধি করতে আমরা মিথ্য়ে কথা বলি। এছাড়াও, অনেক সময় আমরা এও দেখি অনেক ভাল উদ্দেশ্য় নিয়ে আমরা মিথ্য়ে বলি।
advertisement
2/7
কিন্তু কখনও কী ভেবে দেখেছেন মানুষ দিনে কতবার মিথ্য়ে বলে?
advertisement
3/7
কিছু গবেষক অনুমান করেছেন যে গড়ে একজন মানুষ প্রতিদিন প্রায় ১-২টি মিথ্যা বলে। অন্য অনেক গবেষণায় পাওয়া গিয়েছে মানুষ গড়ে প্রতিদিন ১০-১৫টির কাছাকাছি মিথ্যা বলে
advertisement
4/7
জার্নাল অভ বেসিক অ্যান্ড অ্যাপ্লায়েড সোশাল সাইকোলজিতে সস্প্রতি প্রকাশিত একটি গবেষণার তথ্য অনুযায়ী, ৬০ শতাংশ মানুষই ১০ মিনিটের আলাপের পরেই মিথ্যা বলতে শুরু করে।
advertisement
5/7
আবার বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের প্রতারণা বিশেষজ্ঞ টিমোথি লেভিন বলছেন, মিথ্যা বলার হার আরও অনেক কম। তাঁর মতে, গড়ে দিনে ২-৩টের বেশি মিথ্যে আমরা বলি না।
advertisement
6/7
পামেলা মেয়ার এক টক শোতে মিথ্যাবাদী চেনার কিছু উপায়ের কথা বলেছিলেন। তিনি বলেন মিথ্যা বলার সময় 'সত্যি বলতে কী… বা আসলে...' বলে কথা শুরু করেন
advertisement
7/7
বিজ্ঞান বলছে, মিথ্যা বলার সময় নাকের চারপাশে এবং চোখের ভিতরের কোণ গরম হয়ে যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK Quiz: আপনার সামনের মানুষটি কি মিথ্যে বলছে? 'একটা' অঙ্গ দেখলেই বুঝে যাবেন! ৯৯ শতাংশ লোকই ডাহা ফেল