Relationship news: বসের সঙ্গে সঙ্গম করতে হবে, স্ত্রীকে জোর করলেন স্বামী! না মানতেই তিন তালাক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Relationship news: বহুগামীতা এবং তিন তালাক আইনত নিষিদ্ধ ভারতে। তবুও আইনের ফাঁক গলে এই কাজ চলছেই। কিন্তু মহারাষ্ট্রে অভিনব কারণে বিচ্ছেদের সাক্ষী হতে হল এক মহিলাকে।
advertisement
1/6

বহুগামীতা এবং তিন তালাক আইনত নিষিদ্ধ ভারতে। তবুও আইনের ফাঁক গলে এই কাজ চলছেই। কিন্তু মহারাষ্ট্রে অভিনব কারণে বিচ্ছেদের সাক্ষী হতে হল এক মহিলাকে।
advertisement
2/6
স্ত্রীর একটাই অপরাধ। তিনি স্বামীর বসের সঙ্গে সঙ্গমে রাজি হননি। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বামী। এর পরেই স্ত্রীকে মারধর করে তিন তালাক দেন স্বামী।
advertisement
3/6
অভিযুক্ত স্বামী সোহেল শেখের বয়স ৪৫ বছর এবং স্ত্রীর বয়স ২৮ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ ডিসেম্বর অফিসের তরফে একটি পার্টির আয়োজন করা হয়।
advertisement
4/6
সেই পার্টিতে নিজের তরুণী স্ত্রীকে বসের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে বলেন স্বামী। কিন্তু তাতে রাজি হননি স্ত্রী। তাই তিন তালাক উচ্চারণ করে তাঁকে ডিভোর্স দিলেন স্বামী। প্রতীকী ছবি।
advertisement
5/6
জানা গিয়েছে, অভিযুক্ত সোহেল আগেও বিবাহ করেছিল। তার পরে চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় বিয়ে করে। সে বর্তমান স্ত্রীকে জানায় প্রথম স্ত্রীকে ডিভোর্সের জন্য ১৫ লাখ টাকা দিতে হবে, সেই টাকা দ্বিতীয় স্ত্রীর থেকে আদায়ের জন্য চাপও দেওয়া হয়। প্রতীকী ছবি
advertisement
6/6
মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ সোহেলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫ (২), ৩৫১ (২), (৩) এবং ৩৫২ ধারায় মামলা রুজু করে। এছাড়া, মুসলিম মহিলা (বিবাহের অধিকার সুরক্ষা) আইন, ২০১৯-এর ধারাও যোগ করা হয়েছে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Relationship news: বসের সঙ্গে সঙ্গম করতে হবে, স্ত্রীকে জোর করলেন স্বামী! না মানতেই তিন তালাক