TRENDING:

Relationship: জীবনে এল নতুন ভালোবাসা! ডিভোর্সি মা সম্পর্কে জড়িয়ে পড়তেই বাজার কাঁপাল ছেলে...

Last Updated:
Relationship: মহিলা জানিয়েছেন, তিনি ডিভোর্সি। একজন পুরুষকে ভালোবাসেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাঁর বছর ১৬র ছেলে।
advertisement
1/5
জীবনে এল নতুন ভালোবাসা! ডিভোর্সি মা সম্পর্কে জড়িয়ে পড়তেই বাজার কাঁপাল ছেলে...
এই গতিময় জীবনে কোনও কিছুই চিরস্থায়ী হয় না। হয় না প্রেম ভালোবাসাও। তাই সম্পর্ক গড়তে ও ভাঙতে এখন তেমন সময় লাগে না। সব বয়সের মানুষকে সম্পর্ক নিয়ে সমস্যায় পড়তে হয়। মানুষের এসব সমস্যা এতটাই বেড়ে গিয়েছে যে এগুলো সমাধানের এগুলো সমাধানের জন্য তৃতীয় ব্যক্তিরও প্রয়োজন পড়ে মাঝে মাঝে।
advertisement
2/5
বর্তমানে এমন অনেকগুলি পোর্টাল রয়েছে যেখানে কেউ তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নিজেদের ভাবনা শেয়ার করতে পারেন। সম্প্রতি এমনই একটি সাইটে এক মহিলাও তাঁর সম্পর্ক নিয়ে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন। মহিলাটি জানিয়েছেন, তিনি ডিভোর্সি। একজন পুরুষকে ভালোবাসেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাঁর বছর ১৬র ছেলে।
advertisement
3/5
ওই মহিলার কথায়, 'আমি আগেও বিয়ে করেছি। তিন সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে আমার সম্পর্ক মোটেও ভালো ছিল না। বাড়িতে প্রতিদিন অশান্তি লেগেই থাকত। শিশুরাও সেই নিয়ে খুব চিন্তিত ছিল সেই সময়। তারপরও আমরা ২০ বছর একসঙ্গে  থেকেছি। এখন আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে। আমার ছোটো ছেলের বয়স ১৬।'
advertisement
4/5
মহিলা আরও বলেন, 'আমার বিবাহ বিচ্ছেদের পর ৩ বছর কেটে গেছে। এখন আমি একজনকে ভালোবাসি। তিনিও আমার বাচ্চাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। তাঁর বয়স ৪৪ বছর। আমার মেয়ে তাঁকে অনেক পছন্দ করে। কিন্তু ছেলে সহ্যই করতে পারে না। প্রায়ই আমার ছেলে আমার প্রেমিককে বলে, 'আপনি আমার বাবা নন এবং আমি আপনার কথা শুনতে চাই না।'
advertisement
5/5
মহিলার কথায়, 'যখন আমাদের বিয়ে ঠিক হয় তখন ছেলে এতটাই রেগে যায় যে, জিনিসপত্র গুছিয়ে নিজের বাবার কাছে যায়, এতে আমার খুব খারাপ লাগে। আমার ছেলে এই সম্পর্ক নিয়ে মোটেও খুশি নয়। সে আমার প্রেমিককে পছন্দ করেও না। ছেলে চায় আমি যেন আর বিয়ে না করি।'
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Relationship: জীবনে এল নতুন ভালোবাসা! ডিভোর্সি মা সম্পর্কে জড়িয়ে পড়তেই বাজার কাঁপাল ছেলে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল