Relation: সে এক অদম্য আকর্ষণ...কেন বয়সে বড় মহিলাদের প্রতি আকৃষ্ট হন পুরুষেরা? জানাল সমীক্ষা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সাম্প্রতিকতম এক সমীক্ষা বলছে, পুরুষেরা বয়সে বড় মহিলাদের প্রতি বেশি আকৃষ্ট হন! এক-ই ভাবে মহিলারাও বেশি পছন্দ করেন বয়সে ছোট পুরুষকে
advertisement
1/6

কথায় বলে, প্রেম আর যুদ্ধক্ষেত্রে সবই সম্ভব, এই দুটি জায়গায় উচিৎ-অনুচিৎ বলে কিছু হয় না! শুধু কথার কথা নয়, প্রেম সত্যি-ই অন্ধ! কার যে কোথায় মজবে মন, তা কেউ বলতে পারে না! তবে, সাম্প্রতিকতম এক সমীক্ষা বলছে, পুরুষেরা বয়সে বড় মহিলাদের প্রতি বেশি আকৃষ্ট হন! এক-ই ভাবে মহিলারাও বেশি পছন্দ করেন বয়সে ছোট পুরুষকে। মাঝ-বয়সে এসে বহু মহিলাই পরকীয়ায় জড়ান! কেন এমনটা হয়? কেন কম বয়সী পুরুষদের পছন্দ মধ্য বয়সী মহিলাদের? কেন বয়সে বড় মহিলাদের পছন্দ পুরুষদের? জানাচ্ছে গবেষকরা–
advertisement
2/6
মাঝ বয়সী মহিলারা জীবনের অনেকটা চরাই-উতরাই পেরিয়ে এসেছেন! ভাল সময় যেমন দেখেছেন, সাক্ষী হয়েছেন সংসারের খারাপ সময়েরও! তাঁরা অনেক বেশি পরিণত। অনেক বেশি পরিপক্ক। অল্প বয়সী পুরুষেরা পরিণত মহিলাদের প্রতি বেশি আকৃষ্ট হন।
advertisement
3/6
বয়সের সঙ্গেসঙ্গে একজন মহিলা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তাঁরা তখন অনেক দৃপ্ত। অন্যের জন্য কথায়-কথায় নিজেকে বদলানোর কথা ভাবেন না। অল্প বয়সী পুরুষেরা মহিলাদের এই আত্মবিশ্বাস খুব পছন্দ করে।
advertisement
4/6
মাঝ বয়সী মহিলারা সাধারণত অনেক বেশি স্বাধীনচেতা হন। তাঁদের এই বৈশিষ্ট্য অল্প বয়সী পুরুষদের আকৃষ্ট করে।
advertisement
5/6
যে-সমস্ত পুরুষ অভিব্যক্তিপূর্ণ, তাঁরা বয়স্ক মহিলাদের প্রতি আকৃষ্ট হন। একটা বয়সের পর অনেক মহিলাই জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে, অনুভব করতে উন্মুক্ত থাকেন, যা অল্প বয়সী পুরুষদের কাছে আকর্ষণীয় বলে মনে হয়।
advertisement
6/6
সম্পর্কে আবেগপ্রবণ হওয়া খুব জরুরি। মাঝ বয়সী মহিলারা ইমোশনাল দিন থেকে অনেক বেশি পরিণত হন, তাঁরা পুরুষের মানসিকতা বেশি ভাল বোঝেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Relation: সে এক অদম্য আকর্ষণ...কেন বয়সে বড় মহিলাদের প্রতি আকৃষ্ট হন পুরুষেরা? জানাল সমীক্ষা