TRENDING:

Rekha Amitabh: ঠিক কবে থেকে শুরু হয়েছিল রেখা-অমিতাভের প্রেম কাহিনি? জয়ার কোন ১টা কথায় থমকে গিয়েছিল সব, জানেন?

Last Updated:
জাঞ্জিরের সাফল্যের পরেই, অমিতাভ বচ্চন ৩ জুন, ১৯৭৩ সালে একটি গোপন অনুষ্ঠানে জয়াকে বিয়ে করেন। তার পরে রেখার সঙ্গে রুপোলি পর্দায় প্রথম অভিনয় অমিতাভের। অমিতাভ বিবাহিত থাকাকালীনই দু’জনের মধ্যে অন্য রকম রসায়ন তৈরি হতে থাকে৷
advertisement
1/9
ঠিক কবে শুরু হয়েছিল রেখা-অমিতাভের প্রেম কাহিনি? জয়ার কোন ১টা কথায় থমকে গিয়েছিল?
রিল লাইফের পাশাপাশি, রিয়্যাল লাইফেও বলিউডের বহু প্রেম, বহু সম্পর্কের ভাঙাগড়ার সাক্ষী থাকি আমরা৷ কিছু প্রেম পরিণতি পায়, কিছু পায় না৷ কখনও কখনও প্রেম বিয়ে পর্যন্ত পৌঁছলেও কয়েক বছর পরে ভাঙে ঘর৷ তবে, বলিউডের অন্যতম চর্চিত প্রেম বলে যদি কিছু থেকে থাকে, সেটা অবশ্যই রেখা-অমিতাভের প্রেম৷ যদিও, রেখা এ নিয়ে কথা বললেও অমিতাভ কোনওদিনই সর্বসমক্ষে এই সম্পর্কের কথা স্বীকার করেননি৷
advertisement
2/9
দক্ষিণের সিনেমায় অভিনয় করে নিজের কেরিয়ার শুরু করেন রেখা৷ ধীরে ধীরে নিজের কর্মক্ষমতার জোড়েই বলিউডেও জায়গা তৈরি করে নেন৷ তারপর একের পর এক হিট সিনেমা৷ বলিউডে কান পাতলে শোনা যায়, যখন তিনি অমিতাভের প্রেমে পড়েছিলেন, তখন রেখা সিঁদুর এবং মঙ্গলসূত্র পরে তাঁর বন্ধু তথা অভিনেত্রী নীতু সিংয়ের বিয়েতেও গিয়েছিলেন। সেই সময়, অমিতাভের উপস্থিতিতে রেখার এই ভাবে সিঁদুর পরা, চূড়ান্ত গুঞ্জন তৈরি করেছিল। শোনা যায়, সেই পার্টিতে নাকি সবার সামনেই কেঁদে ফেলেছিলেন জয়া৷
advertisement
3/9
১৯৭৬ সালে অমিতাভ বচ্চন এবং রেখা ‘দো আনজানে’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেন৷ বলিউডের বিভিন্ন গসিপ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, এই সময় থেকেই রেখা-অমিতাভ পরস্পরকে ডেট করা শুরু করেছিলেন।
advertisement
4/9
‘গঙ্গা কী সওগন্ধে’র সিনেমার সেটে লোকেরা তাঁদের রিল লাইফের রসায়ন দেখেই অনুমান করেছিলেন তাঁদের রিয়্যাল লাইফে নিশ্চই কিছু চলছে। শোনা যায়, এই সিনেমার সেটে এক সহঅভিনেতা রেখার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন৷ সেই সময় নাকি ভয়ঙ্কর রেগে গিয়েছিলেন অমিতাভ।
advertisement
5/9
সেই ঘটনার পরেই তাঁদের প্রেমের গল্প সংবাদ শিরোনামে উঠে আসতে শুরু করে৷ তবে, সেই সময় অমিতাভ ও রেখা কখনওই তা প্রকাশ্যে স্বীকার করেননি। সিলসিলা সিনেমার পরিচালক যশ চোপড়াই প্রথম বিষয়টি সকলের সামনে আনেন৷ পরে রেখা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি কী চাই সেটা কেউ ভাবে না। আমি আসলে ‘সেই অন্য মহিলা’।’’ জয়ার নাম উচ্চারণ না করে, তাঁকে নিশানা করে বলেছিলেন যে, ‘‘একজন মানুষ কীভাবে কারও সঙ্গে একই ছাদের নীচে বসবাস করতে পারে, যখন সে জানে যে সে অন্য একজনকে ভালবাসে?’’
advertisement
6/9
জাঞ্জিরের সাফল্যের পরেই, অমিতাভ বচ্চন ৩ জুন, ১৯৭৩ সালে একটি গোপন অনুষ্ঠানে জয়াকে বিয়ে করেন। তার পরে রেখার সঙ্গে রুপোলি পর্দায় প্রথম অভিনয় অমিতাভের। অমিতাভ বিবাহিত থাকাকালীনই দু’জনের মধ্যে অন্য রকম রসায়ন তৈরি হতে থাকে৷
advertisement
7/9
সূত্রের খবর, রেখা ও অমিতাভের এই সম্পর্কের খবর খুব স্বাভাবিক ভাবেই জয়ার কানে পৌঁছে গিয়েছিল। শোনা যায় একবার, অমিতাভ বচ্চন বাড়িতে না থাকা অবস্থায়, রেখাকে নিজেদের বাড়িতে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন জয়া৷ রেখা ভেবেছিলেন, জয়া বোধহয় তাঁকে খুব কটু কথা শোনাবে৷ কিন্তু বাস্তবে সেরকম কিছুই ঘটেনি৷ বরং জয়া রেখার সঙ্গে খুব ভাল ব্যবহার করেছিলেন৷ খুব যত্ন করে খাইয়ে সারা বাড়ি ঘুরে দেখিয়েছিলেন রেখাকে। কিন্তু, সব শেষে রেখা যখন ফিরে যাবেন, ঠিক তখনই সেই মোক্ষম বাক্য উচ্চারণ করেন জয়া৷ শোনা যায়, জয়া নাকি সেদিন রেখা বলেছিলেন, ‘আমি কখনও অমিতকে ছেড়ে যাব না’। জয়ার এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছিল যে রেখা কখনওই অমিতাভের সঙ্গে ঘর বাঁধতে পারবেন না।
advertisement
8/9
অমিতাভ ও রেখা শেষবার 'সিলসিলা' সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। এর পরে, তাঁদের দু’জনকে আর একসঙ্গে দেখা যায়নি৷ রেখা সিমি গারেওয়ালের চ্যাট শো-তেও অমিতাভের প্রতি তাঁর গভীর প্রেমের কথা সগর্বে ঘোষণা করেছিলেন৷
advertisement
9/9
প্রবীণ অভিনেত্রী বলেছিলেন, ‘‘দিদিভাই (জয়া বচ্চন) আসলে খুবই পরিণত। আর কোনও মহিলার সঙ্গে আমার এতটা ভাল সম্পর্ক কোনওদিন গড়ে ওঠেনি৷ ওঁর মর্যাদাবোধ ওঁর শক্তি৷ মিডিয়ার গুজব গোটা ছবিটা নষ্ট করে দেওয়ার আগে আমাদের মধ্যে ভাল সম্পর্ক ছিল। আমরা একই বিল্ডিংয়ে থাকতাম। উনি আমার দিদিভাই৷ এখনও তাই-ই রয়েছেন। হাজার কিছু হলেও এটা বদলে যাবে না৷ ঈশ্বরকে ধন্যবাদ। আমাদের যখনই দেখা হয়, তখনই তা খুব মিষ্টিই হয়৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Rekha Amitabh: ঠিক কবে থেকে শুরু হয়েছিল রেখা-অমিতাভের প্রেম কাহিনি? জয়ার কোন ১টা কথায় থমকে গিয়েছিল সব, জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল