Red Moon Lunar eclipse 2025: রবিবার রাতেই সেই বিরলতম দিন, আকাশে টকটকে 'লাল চাঁদ', চন্দ্রগ্রণের সময় কোন কাজ করলে সর্বনাশের কালো ছায়া নামবে জীবনে? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিজ্ঞানীরা বলছেন রবিবার রাত ৮টা ৫৮ মিনিট (ভারতীয় সময়) থেকে ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকবে চাঁদ। তার পর ধীরে ধীরে লালচে হবে। ভারত থেকে চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখাবে রবিবার রাত ১১টা ৪২ মিনিট নাগাদ।
advertisement
1/10

অবশেষে প্রতীক্ষার অবসান। আর কিছু ঘণ্টা বাদেই, রবিবার রাতেই পূর্ণগ্রাস গ্রহণ লাগবে চাঁদে, আকাশে দেখা যাবে 'লাল চাঁদ'! ভারত থেকেও দেখা যাবে এই বহু প্রতীক্ষিত দৃশ্য। চাঁদের রুপালি আভা ক্রমে ঢাকা পড়বে পৃথীবির ছায়ায় আর তার পরেই চাঁদ হয়ে যাবে গাঢ় লালচে রং-এর। এই চাঁদকে বলে 'রক্ত চাঁদ' বা 'ব্লাড মুন'।
advertisement
2/10

বিজ্ঞানীরা বলছেন রবিবার রাত ৮টা ৫৮ মিনিট (ভারতীয় সময়) থেকে ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকবে চাঁদ। তার পর ধীরে ধীরে লালচে হবে। ভারত থেকে চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখাবে রবিবার রাত ১১টা ৪২ মিনিট নাগাদ।
advertisement
3/10
প্রায় ৮২ মিনিট ধরে আকাশে দেখা যাবে এই লাল চাঁদ। গত বহু বছরেও এত দীর্ঘ সময় ধরে গ্রহণের প্রক্রিয়া দেখা যায়নি। বলা বাহুল্য এটি অত্যন্ত বিরল থেকে বিরলতম চন্দ্রগহণ! জ্যোতিষীরা বলছেন, চন্দ্রগ্রহণের সময় এই ক'টা কাজ ভুলেও করবেন না, জীবনে নেমে আসয়ে ঘোর বিপদের কালো অন্ধকার--
advertisement
4/10
চন্দ্রগহণের সময় বিয়ে, গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান উদযাপন করবেন না। এই সময় কোনও শুভ কাজ শুরু করবেন না। কারণ, বিশ্বাস করা হয়, এই সময় পৃথিবীর সমস্ত শক্তি অস্থির অবস্থায় থাকে।
advertisement
5/10
গ্রহণের সময় ধারাল বস্তু যেমন কাঁচি, সুঁচ বা ছুরি ব্যবহার করবেন না। সেলাই বা এম্ব্রয়ডারি জাতীয় কোনও কাজ একেবারেই করবেন না।
advertisement
6/10
গ্রহণের সময় চুল দাড়ি কাটবেন না। দাঁত পরিষ্কার বা চুল আচরাবেন না। মল মুত্র ত্যাগ এড়িয়ে চলুন
advertisement
7/10
খালি চোখে গ্রহণ দেখবেন না। । ফল বা সবজি এই সময়ে না কাটাই ভাল। গ্রহণের সময় ঘুমবেন না।
advertisement
8/10
গ্রহণের সময় কোনও ধাতুর তৈরি গহনা (সোনা বা রূপা প্রভৃতি) পরবেন না।
advertisement
9/10
গ্রহণের দিন বেশি কথা বলা এড়িয়ে চলুন এবং ভুল করেও ঝগড়া বা তর্ক করবেন না, এতে পারিবারিক সুখ-শান্তি বিঘ্নিত হয়।
advertisement
10/10
অনেকের বিশ্বাস গ্রহণের সময় রান্না করা উচিৎ নয়। কারণ সেই খাবার নাকি তাড়াতাড়ি পচে যায় বা সেই খাবার খেলে হজমে সমস্যা হয়। কিন্তু বিজ্ঞান এই ধারণাকে ভ্রান্ত বলে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Red Moon Lunar eclipse 2025: রবিবার রাতেই সেই বিরলতম দিন, আকাশে টকটকে 'লাল চাঁদ', চন্দ্রগ্রণের সময় কোন কাজ করলে সর্বনাশের কালো ছায়া নামবে জীবনে? পড়ুন