শ্রাবণের মঙ্গলবার পাঠ করুন এই সহজ মন্ত্র, দেবী মঙ্গলচণ্ডীর কৃপায় অমঙ্গল হবে দূর, আসবে প্রচুর অর্থ
Last Updated:
advertisement
1/5

♦ যাঁর নামে মধুর ও মনোহর, যাঁর হাতে বর ওঅভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় বস্ত্র পরিধান করে আছেন ৷ যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা ৷ যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই দেবী মঙ্গলচণ্ডী ৷
advertisement
2/5
♦ দেবী মঙ্গলচণ্ডীর পুজো করলে জীবনে মঙ্গল আসে ৷ থাকে না আর কোনও বাধা ৷ জৈষ্ঠ্য মাসের প্রতি মঙ্গলবার মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গল চণ্ডী ব্রত ৷ জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্য এই ব্রতের উদযাপন ৷
advertisement
3/5
♦ বেশ কয়েকটি কারণে দেবী মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয় ৷ অভিষ্ট মনস্কামনা পূর্ণ করার জন্য হিন্দু মহিলারা মঙ্গলবার দেবীর পুজো-অর্চনা করেন ৷ সংসার জীবনে এই মঙ্গলময়ী দেবীর আরধনা করা তাই একান্তই প্রয়োজন ৷ কুমারীজীবনে থেকেই মঙ্গলচণ্ডী দেবীর পুজো করলে সারা জীবন ধরে দেবীর কৃপা আশীর্বাদ বর্ষিত হয় ৷
advertisement
4/5
♦ সহজ একটি মন্ত্র নিষ্ঠাভরে পাঠ করলে সমস্ত অমঙ্গল দূর হয় ৷ সংসারে দেবী লক্ষ্মীর পাকাপাকি অধিষ্ঠান হয় ৷ জানুন সেই মন্ত্র-‘‘ওঁ যৈষা ললিতকান্তাখ্যা দেবীমঙ্গলচণ্ডীকা । বরদা ভয়হস্তা চ দ্বিভুজা গৌরদেহিকা । রক্তপদ্মাসনস্থা চ মুকুটোজ্জ্বলমণ্ডিতা ।
advertisement
5/5
♦রক্তকৌষেয় বস্ত্রা চ স্মিতবক্ত্রা শুভাননা । নবযৌবনসম্পন্না চার্বাঙ্গি ললিতপ্রভা ।।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
শ্রাবণের মঙ্গলবার পাঠ করুন এই সহজ মন্ত্র, দেবী মঙ্গলচণ্ডীর কৃপায় অমঙ্গল হবে দূর, আসবে প্রচুর অর্থ