প্রতি শুক্রবার এই মন্ত্রটি জপ করুন, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে সংসার
Last Updated:
advertisement
1/6

♦ শুক্রবার একটি গুরুত্বপূর্ণ দিন ৷ এ দিন সন্তোষী মায়ের অর্চনা করার দিন ৷ ৷ তাই শুক্র দেবতাকে প্রসন্ন রাখতে প্রতি শুক্রবার এই মন্ত্রটি অবশ্যই জপ করুন---
advertisement
2/6
সেই মন্ত্রটি হল -• "ওম ক্লিম শুক্রায় নমহ" এবং "ওম ড্রাম ড্রিম ড্রাম শাহ শুক্রায় নমহ"। এই দু’টি মন্ত্র প্রতি শুক্রবার পাঠ করা শুরু করলে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে ৷
advertisement
3/6
দু’টি মন্ত্র পাঠ করলে রোগ ব্যধি দূরে যায় ৷ দূর্ঘটনা ঘটনার যোগ থাকলেও তা দূর্বল হয়ে যায় ৷
advertisement
4/6
এই মন্ত্রের গুণে মনের মতো জীবনসঙ্গী মেলে ৷
advertisement
5/6
♦ আপনি কি কোনও ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত? তাহলে বন্ধু নিয়মিত এই মন্ত্রগুলি পাঠ করতে ভুলবেন না যেন! কারণ শাস্ত্রে এমন উল্লেখ পাওয়া যায় যে কারও জন্ম কুষ্টিতে শুক্র গ্রহ শক্তিশালী হয়ে উঠলে ক্রিয়েটিভ কাজে একের পর এক সফলতা লাভের সম্ভাবনা যায় বেড়ে।
advertisement
6/6
♦ এই মন্ত্র জপ করলে শরীর ও মন চাঙ্গা হয়ে ওঠে ৷ হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসে ৷