Rat repellent plant: ইঁদুর ঢোকে না ঘরে! বাড়ির ত্রিসীমানাতেও ঘেঁষে না...‘এই’ গাছগুলো টবে থাকলেই হল, কাজ করে ওষুধের মতো
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কিন্তু, যদি এমন উপায় পাওয়ার যায় যে ইঁদুর ঘরেই না ঢোকে, তাহলে কেমন হয়? আমরা জানি এমন গাছ রয়েছে যা বাড়িতে পুঁতলে কোনওদিন সাপ আসে না৷ কিন্তু, জানেন কি? এমন অনেক গাছও থাকে যেগুলো বাড়িতে লাগালে ত্রিসীমানায় ঘেঁষে না ইঁদুর৷
advertisement
1/7

ইঁদুরের উৎপাতে বিরক্ত হয় না এমন মধ্যবিত্ত পরিবার খুব কমই আছে৷ তাছাড়া, একবার কোনও ভাবে ইঁদুর ঢুকে গেলে তাকে তাড়ানো বেশ কঠিন৷ ঠিক খোঁজখাঁজ দেখে নিয়ে বংশবৃদ্ধি করতেই থাকে৷
advertisement
2/7
কিন্তু, যদি এমন উপায় পাওয়ার যায় যে ইঁদুর ঘরেই না ঢোকে, তাহলে কেমন হয়? আমরা জানি এমন গাছ রয়েছে যা বাড়িতে পুঁতলে কোনওদিন সাপ আসে না৷ কিন্তু, জানেন কি? এমন অনেক গাছও থাকে যেগুলো বাড়িতে লাগালে ত্রিসীমানায় ঘেঁষে না ইঁদুর৷
advertisement
3/7
ল্যাভেন্ডারের গাছ সুন্দর৷ হাল্কা বেগুনি রঙের দারুণ ফুল হয়৷ খুবই উপকারী উদ্ভিদ। সুগন্ধের জন্য পরিচিত এই গাছটি কিন্তু ইঁদুরের বাড়িতে ঢোকা আটকাতে পারে।
advertisement
4/7
গ্রীষ্মকালে পুদিনা পাতা খাওয়া খুবই উপকারী হয়। এটি পেট ঠান্ডা রাখে। পুদিনার গাছও ইঁদুরকে বাড়ি থেকে দূরে রাখে। এর সুগন্ধ ইঁদুরের খুবই অপছন্দ। ইঁদুর পুদিনার গন্ধ থেকে দূরে পালায়।
advertisement
5/7
ইঁদুরকে বাড়ি থেকে দূরে রাখতে লেমনগ্রাসও খুবই উপকারী হয়। এই গাছটি তার সুগন্ধের জন্য পরিচিত যা ইঁদুরের খুবই অপছন্দ। লেমনগ্রাসে অনেক ঔষধি গুণও থাকে।
advertisement
6/7
ইঁদুরকে বাড়িতে ঢোকা থেকে আটকানোর জন্য রসুনের গাছ খুবই উপকারী হতে পারে। বাড়িতে রসুনের গাছ লাগালে ইঁদুর প্রবেশ করে না। এর কারণ হল রসুনে সালফারের গুণাগুণ থাকে যার কারণে ইঁদুর দূরে পালায়। এই পরিস্থিতিতে আপনি যদি ইঁদুরের উপদ্রবে বিরক্ত হন, তবে বাড়িতে রসুনের গাছ অবশ্যই লাগান।
advertisement
7/7
পেঁয়াজের গাছ বাড়িতে লাগালে বিভিন্নভাবে উপকার পাওয়া যায়। পেঁয়াজের গাছ লাগালে যেমন একদিকে রান্নায় ব্যবহার হয়, তেমনই অন্যদিকে এর গন্ধে ইঁদুর দূরে পালায়। পেঁয়াজের গন্ধে ইঁদুরের চোখে জ্বালা হয়, তাই পেঁয়াজ গাছ বাড়িতে থাকলে ইঁদুর দূরে থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Rat repellent plant: ইঁদুর ঢোকে না ঘরে! বাড়ির ত্রিসীমানাতেও ঘেঁষে না...‘এই’ গাছগুলো টবে থাকলেই হল, কাজ করে ওষুধের মতো