পৃথিবীর দিকে ছুটে আসছে দুই লেজওয়ালা ধূমকেতু NEOWISE, ১৪ জুলাই থেকে দেখা যাবে ভারতের আকাশে
- Published by:Elina Datta
Last Updated:
এই উজ্জ্বল ধূমকেতুর রূপের ছটা এতটাই তীব্র যে তা কোনও টেলিস্কোপ ছাড়াই খালি চোখে নজরে পড়বে ৷
advertisement
1/5

পৃথিবীর দিকে দুরন্ত গতিতে ছুটে আসছে আগুনে ধূমকেতু নিওওয়াইস ৷ ১৪ জুলাই থেকে ভারতের আকাশে এই ধূমকেতুর জ্বলজ্বলে উপস্থিতি দেখা যাবে ৷
advertisement
2/5
তার আরেক পরিচয় সি/২০২০ এফ৩ ৷ জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৪ জুলাই থেকে প্রতিদিন সূর্যাস্তের পর ২০ মিনিট দেখা যাবে নিওওয়াইজকে ৷ এই উজ্জ্বল ধূমকেতুর রূপের ছটা এতটাই তীব্র যে তা কোনও টেলিস্কোপ ছাড়াই খালি চোখে নজরে পড়বে ৷
advertisement
3/5
ওড়িশা তারামন্ডলের উপনির্দেশক ডাঃ শুভেন্দু পটনায়ক জানিয়েছেন, চলতি বছরের মার্চে এই ধূমকেতুর কথা জানিয়েছিল নাসা ৷ পৃথিবী থেকে এখন তার দূরত্ব মাত্র ২০ কোটি কিলোমিটার। নাসা স্পেস স্টেশন থেকে এর সাম্প্রতিক ছবিও পোস্ট করেন মহাকাশচারী বব বেহেনকেন ৷
advertisement
4/5
১৪ জুলাই সূর্যাস্তের পর উত্তর পশ্চিম দিকে আকাশের নিচের দিকে দৃশ্যমান হবে এই উজ্জ্বল ধূমকেতু ৷ তারপর টানা প্রায় ২০ দিন ধরে একটু একটু করে আকাশের উপরের দিতে উঠতে দেখা যাবে নিওওয়াইজ’কে ৷
advertisement
5/5
উত্তর গোলার্ধ থেকে এই ধূমকেতুটি উত্তর আকাশে বেশি সময় ধরে দেখা যাবে। আগামী ২২-২৩ জুলাই পৃথিবীর সবথেকে কাছে থাকবে NEOWISE ৷ সে সময় দূরত্ব হবে ১০ কোটি কিলোমিটার ৷ ধূমকেতু NEOWISE-এর দুটি বিশাল লেজ থাকলেও তা পৃথিবীর কোনও ক্ষতি করবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পৃথিবীর দিকে ছুটে আসছে দুই লেজওয়ালা ধূমকেতু NEOWISE, ১৪ জুলাই থেকে দেখা যাবে ভারতের আকাশে