TRENDING:

Ram Mandir: রাম মন্দির নির্মাণে সবচেয়ে বেশি দান করেছেন এই ব্যক্তি; কত কোটি টাকা দিয়েছেন জানেন?

Last Updated:
রাম মন্দির নির্মাণে সবচেয়ে বেশি দান করেছেন এক বিশেষ ব্যক্তি। কত কোটি টাকা দিয়েছেন একা জানলেও অবাক হতে হয়।
advertisement
1/6
রাম মন্দির নির্মাণে সবচেয়ে বেশি দান করেছেন এই ব্যক্তি; কত কোটি টাকা দিয়েছেন ?
উত্তর প্রদেশের অযোধ্যায় উদ্বোধন হল রাম মন্দিরের। সোমবার মন্দিরে শ্রীরামের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়। তার পরও সারা দেশ থেকে কোটি কোটি মানুষ দান করেছেন এই মহৎ মন্দিরটি নির্মাণে। এই তালিকায় সেলিব্রিটি এবং ব্যবসায়ীরা রয়েছেন যাঁরা রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দিয়েছেন। কিন্তু, রাম মন্দির নির্মাণে সবচেয়ে বেশি দান করেছেন এক বিশেষ ব্যক্তি। কত কোটি টাকা দিয়েছেন একা জানলেও অবাক হতে হয়।
advertisement
2/6
এই বিশাল মন্দির নির্মাণের জন্য যিনি সবথেকে বেশি দান করেছেন, তাঁর নাম কেউ অনুমানও করতে পারবেন না। কারণ তিনি কোনও বড় চলচ্চিত্র অভিনেতা বা বড় ব্যবসায়ী নন। তিনি হলেন মোরারি বাপু, একজন গুজরাতি আধ্যাত্মিক গুরু এবং রামকথার আবৃত্তিকার। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামের মন্দির নির্মাণ ট্রাস্ট বলেছে যে, বাপু নিজেই রাম মন্দিরে সর্বাধিক পরিমাণ দান করেছিলেন।
advertisement
3/6
মোরারি বাপু ছয় দশকেরও বেশি সময় ধরে রামায়ণের প্রচারে নিজেকে যুক্ত করেছেন। তিনি দেশে, বিদেশে রামকথা পরিচালনা করেন। বাপু, যিনি নিজে রামের ভক্ত, ভারতীয়দের স্বপ্নের মন্দির নির্মাণের জন্য ১৮.৩ কোটি টাকা দান সংগ্রহ করেছেন। মোরারি বিভিন্ন দেশ থেকে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন ও দান করেছেন।Photo Courtesy: PM Narendra Modi/Social Media Handle
advertisement
4/6
ইতিমধ্যেই তিনি অযোধ্যা ট্রাস্টে ১১.৩০ কোটি টাকা তুলে দিয়েছেন। তিনি ব্রিটেন এবং ইউরোপে রামকথা অনুষ্ঠানের মাধ্যমে তাঁর সমর্থকদের কাছ থেকে ৩.২১ কোটি টাকা সংগ্রহ করেছেন এবং আমেরিকা, কানাডা এবং অন্যান্য দেশ থেকে ৪.১০ কোটি টাকার উল্লেখযোগ্য অনুদান সংগ্রহ করেছেন, যা তিনি শীঘ্রই মন্দির নির্মাণ ট্রাস্টে দান করবেন।
advertisement
5/6
২০২০ সালের অগাস্টে, মোরারি বাপু গুজরাতের পিথোরিয়াতে একটি অনলাইন কথার মাধ্যমে অনুদান দেওয়ার জন্য ভক্তদের কাছে আবেদন করেছিলেন। তার পরে ভারত এবং বিদেশ থেকে তাঁর ভক্তরা অনুদান পাঠিয়েছিলেন। ‘‘আমরা ইতিমধ্যে ১১.৩ কোটি টাকা রাম জন্মভূমি ট্রাস্টকে হস্তান্তর করেছি। এই বছরের ফেব্রুয়ারিতে আমি রামকথা করার পরে বিদেশ থেকে সংগৃহীত অবশিষ্ট অর্থ রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টে দান করব ৷’’ Photo Courtesy: PM Narendra Modi/Social Media Handle
advertisement
6/6
মোরারি বাপু এক বিবৃতিতে বলেছিলেন, ‘‘আমাদের মোট অনুদান হবে ১৮.৬ কোটি টাকা।’’ মোরারি বাপু বিগত ৬০ বছর ধরে রামের গল্প বলার জন্য নিজেকে নিয়োজিত করেছেন। বাপু বলেন, "রামমন্দির উদ্বোধন হওয়ায় আমার মন আনন্দে ভরে গিয়েছে"। প্রসঙ্গত, এ হেন মোরারি বাপুই অযোধ্যা বিবাদের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছিলেন। Photo Courtesy: PM Narendra Modi/Social Media Handle
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Ram Mandir: রাম মন্দির নির্মাণে সবচেয়ে বেশি দান করেছেন এই ব্যক্তি; কত কোটি টাকা দিয়েছেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল