Rakhi Purnima| Raksha Bandhan 2022|| রাখি বাঁধার সময়ে কোন দিকে মুখ করে বসবেন? রাখি বন্ধনের শুভ ৬ নিয়ম জেনে নিন
- Published by:Shubhagata Dey
Last Updated:
6 auspicious rituals of Rakhi Purnima or Raksha Bandhan : এ বছর রাখি পূর্ণিমা ১১ অগাস্ট, বৃহস্পতিবার। এ দিন পূর্ণিমা পড়বে সকাল ১০.৩৮ মিনিটে, পূর্ণিমা তিথি থাকবে পরের দিন ১২ অগাস্ট সকাল ৭.০৫ মিনিট পর্যন্ত।
advertisement
1/11

*১১ অগাস্ট রাখি বন্ধন। এ দিন বোনেরা ভাই বা দাদায়ের হাতে রাখি পরিয়ে তাঁদের দীর্ঘ নীরোগ জীবনের কামনা করেন। ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় করতে এই উত্সব পালিত হয়। প্রতীকী ছবি।
advertisement
2/11
*বৈদিক ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন পালিত হয়। সেই কারণে শ্রাবণী পূর্ণিমা তিথিকে বলা হয় রাখি পূর্ণিমা। অনেকে আবার কাজরী পূর্ণিমা বলেন। প্রতীকী ছবি।
advertisement
3/11
*এ বছর রাখি পূর্ণিমা ১১ অগাস্ট, বৃহস্পতিবার। এ দিন পূর্ণিমা পড়বে সকাল ১০.৩৮ মিনিটে, পূর্ণিমা তিথি থাকবে পরের দিন ১২ অগাস্ট সকাল ৭.০৫ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি।
advertisement
4/11
*ভাই বা দাদাদের হাতে রাখি পরিয়ে দেওয়ার শুভ সময় ১১ অগাস্ট সকাল ৯.২৮ মিনিট থেকে রাত ৯.১৪ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি।
advertisement
5/11
*রবিযোগ শুরু হবে ১১ অগাস্ট সকাল ৫.৪৮ মিনিট থেকে। শেষ হবে সকাল ৬.৫৩ মিনিট পর্যন্ত। অমৃত কাল চলবে ১১ অগাস্ট সন্ধে ৬.৫৫ মিনিট থেকে রাত ৮.২০ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি।
advertisement
6/11
*রাখি বন্ধনের কিছু নিয়ম রয়েছে। যেমন, রাখি পরার সময়ে ভাইকে পূর্ব দিকে মুখ করে বসতে হয়। উল্টোদিকে বোন রাখি বাঁধবেন পশ্চিম দিকে মুখ করে বসে। প্রতীকী ছবি।
advertisement
7/11
*নতুন পোশাক, গয়না, টাকা বা অন্য কোনও উপহার দেন ভাই বা দাদা-বোন বা দিদিকে, এবং বোন বা দিদি, ভাই বা দাদাকে। প্রতীকী ছবি।
advertisement
8/11
*রাখি বাঁধার সময় কোনও রুমাল বা অন্য কোনও পরিষ্কার কাপড় দিয়ে নিজের মাথা ঢেকে রাখতে হয় ভাইকে। প্রতীকী ছবি।
advertisement
9/11
*ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি পরাতে হয়। কপালে এঁকে দিতে হয় চন্দনের টিকা। প্রতীকী ছবি।
advertisement
10/11
*কয়েক দানা দানা চাল ভাইয়ের ওপর ছড়িয়ে দেওয়া শুভ বলে মনে করা হয়। তবে এই রীতি বাঙালিদের মধ্যে তেমন প্রচলিত নয়। অবাঙালিরা মূলত এই রীতি অনুসরণ করেন। প্রতীকী ছবি।
advertisement
11/11
*রাখি পরিয়ে দেওয়া পরে একে অপরকে মিষ্টি মুখ করাতে হয়। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Rakhi Purnima| Raksha Bandhan 2022|| রাখি বাঁধার সময়ে কোন দিকে মুখ করে বসবেন? রাখি বন্ধনের শুভ ৬ নিয়ম জেনে নিন