TRENDING:

BMW থেকে আবর্জনা ফেলতে গিয়ে 'বেকায়দায়'! 'আমার নাম...' বলতেই ঘাম ছুটল সবার

Last Updated:
একই ফ্ল্যাট তিনজনের কাছে বিক্রি করে কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছে সে, এমনই জানা গিয়েছে। গ্রেফতারের সময় অভিযুক্ত একটি BMW গাড়ি করে আবর্জনা ফেলতে যাচ্ছিল।
advertisement
1/7
BMW থেকে আবর্জনা ফেলতে গিয়ে 'বেকায়দায়'! 'আমার নাম...' বলতেই ঘাম ছুটল সবার
BMW থেকে নেমে এ কী করছে এই ব্যক্তি? সাংঘাতিক কাণ্ডে শোরগোল জয়পুরে। জয়পুরের মুহানা থানার পুলিশ সম্প্রতি দেবেন্দ্র সিংঘল ওরফে দেবেন্দ্র সিং নামে একজন কুখ্যাত প্রতারককে গ্রেফতার করেছে।
advertisement
2/7
একই ফ্ল্যাট তিনজনের কাছে বিক্রি করে কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছে সে, এমনই জানা গিয়েছে। গ্রেফতারের সময় অভিযুক্ত একটি BMW গাড়ি করে আবর্জনা ফেলতে যাচ্ছিল।
advertisement
3/7
পুলিশ দীর্ঘদিন ধরে দেবেন্দ্রকে খুঁজছিল। মুহানা থানায় লক্ষ্মণ প্রসাদ শর্মা নামে একজন ব্যক্তি তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন।
advertisement
4/7
মুহানা থানার সিআই মদনলাল কাদওয়াসরা জানান, "দেবেন্দ্র সিংঘলকে ৫০ লাখ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। লক্ষ্মণ প্রসাদ শর্মা অভিযোগ করেছিলেন যে দেবেন্দ্র তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকার বিনিময়ে একটি ফ্ল্যাট বিক্রি করেছিল, কিন্তু সেই একই ফ্ল্যাট অন্য ব্যক্তিদের কাছেও বিক্রি করেছে।
advertisement
5/7
তদন্তে বেরিয়ে এল আরও চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে দেবেন্দ্র সিং একই ফ্ল্যাট তিনবার বিক্রি করেছে এবং প্রতিটি ক্রেতার কাছ থেকে টাকা আদায় করেছে। শুধু তাই নয়, ওই ফ্ল্যাট বন্ধক রেখে চারটি ব্যাংক ও একটি ফাইন্যান্স কোম্পানি থেকে কোটি টাকার ঋণ নিয়েছে।
advertisement
6/7
দেবেন্দ্র একটি পুরো প্রতারণা চক্র চালাত, যেখানে একাধিকবার ফ্ল্যাট রেজিস্ট্রেশন করিয়ে বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি থেকে বিপুল ঋণ নেওয়া হত। এখনও পর্যন্ত অন্তত ১০টি ফাইন্যান্স কোম্পানিকে প্রতারণা করেছে বলে পুলিশ জানিয়েছে।
advertisement
7/7
পুলিশ জানিয়েছে, দেবেন্দ্রের চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। অভিযুক্তের কার্যকলাপ বড় আকারের প্রতারণার ইঙ্গিত দিচ্ছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
BMW থেকে আবর্জনা ফেলতে গিয়ে 'বেকায়দায়'! 'আমার নাম...' বলতেই ঘাম ছুটল সবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল