TRENDING:

Indian Railways: কোনটা ‘আপ’ ট্রেন আর কোনটাই বা ‘ডাউন’! এবার ট্রেন ধরার সময় আর গুলিয়ে যাবে না, বুঝে নিন সহজে

Last Updated:
রেলে আপ এবং ডাউন: রেলস্টেশনে নিশ্চয়ই শুনেছেন, ১ ( বা ২) নম্বর প্ল্যাটফর্মে একটি আপ অমুক ট্রেন আসতে চলেছে৷ বা কখনও ঘোষণা করা হয়, অমুক নম্বর প্ল্যাটফর্মে তমুক ডাউন ট্রেন আসছে৷ আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁদের এি আপ অথবা ডাউন ট্রেনের মানে গুলিয়ে যায়৷ তাই অনেকেই ভুল দিকের ট্রেনে সওয়ার হয়ে পড়েন৷ চলে যান সম্পূর্ণ বিপরীত দিকে৷ ভুল যখন ভাঙে তখন ফের হয়রানি৷
advertisement
1/6
কোনটা ‘আপ’ আর কোনটা ‘ডাউন’! আর গুলোবে না এবার, বুঝে নিন সহজে
রেলে আপ এবং ডাউন: রেলস্টেশনে নিশ্চয়ই শুনেছেন, ১ ( বা ২) নম্বর প্ল্যাটফর্মে একটি আপ অমুক ট্রেন আসতে চলেছে৷ বা কখনও ঘোষণা করা হয়, অমুক নম্বর প্ল্যাটফর্মে তমুক ডাউন ট্রেন আসছে৷ আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁদের এই আপ অথবা ডাউন ট্রেনের মানে গুলিয়ে যায়৷ তাই অনেকেই ভুল দিকের ট্রেনে সওয়ার হয়ে পড়েন৷ চলে যান সম্পূর্ণ বিপরীত দিকে৷ ভুল যখন ভাঙে তখন ফের হয়রানি৷
advertisement
2/6
বিষয়টা বোঝা কিন্তু একেবারেই কঠিন নয়৷ আপ বা ডাউন ট্রেন বলার পিছনের কারণটা বিশদে জেনে নিলেই হয়ে যাবে মুশকিল আসান৷ তাহলে, আসুন জেনে নিই, ঠিক কী কারণে রেলওয়েতে ট্রেনের নাম দিয়ে আপ ও ডাউন বলে ঘোষণা করা হয়?
advertisement
3/6
একটি ট্রেনের ক্ষেত্রে, আপ এবং ডাউনের গুরুত্ব শুধুমাত্র দিক নির্দেশ করার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আসলে ট্রেনটি কোথা থেকে ছেড়েছে এবং কোথায় পৌঁছবে, এই গোটা বিষয়ের উপরে ব্যাপারটা নির্ভর করে৷ যেখান থেকে ট্রেন তার যাত্রা শুরু করে সেটা তার হোম স্টেশন৷ আর যে স্টেশন পর্যন্ত ট্রেনটি যায়, তা হল তার ডেস্টিনেশন, বা শেষ স্টেশন৷
advertisement
4/6
এখন ধরুন হাওড়া থেকে কোনও ট্রেন ব্যান্ডেল যাওয়ার জন্য ছেড়েছে৷ তখন সেই ট্রেনটি তার হোম স্টেশন থেকে ডেস্টিনেশনে যাচ্ছে৷ তাই সেই ট্রেনটিকে তখন ‘ডাউন হাওড়া-ব্যান্ডেল লোকাল’ বলা হবে৷ অন্যদিকে, ধরুন, সেই ট্রেনটিই যখন ব্যান্ডেল থেকে হাওড়া ফিরবে, অর্থাৎ, তার ডেস্টিনেশন থেকে হোমস্টেশনে ব্যাক করবে, তখন ট্রেনটি হয়ে যাবে আপ ট্রেন৷ অর্থাৎ, ‘আপ ব্যান্ডেল-হাওড়া লোকাল’৷
advertisement
5/6
যখনই ট্রেনটি তার হোম স্টেশন ছেড়ে তার গন্তব্যের দিকে অগ্রসর হয়, তখনই এটি ডাউন। আর, যখন সে তার শেষ স্টেশন থেকে হোম স্টেশনে ফেরে, তখন সে আপ৷ কিন্তু এখনেও থাকে প্রশ্ন৷ ঘোষণা না করা হলে, আমরা কী করে বুঝব, কোনও ট্রেন আপ না ডাউন?
advertisement
6/6
ট্রেন আপ বা ডাউন: আমরা যে ট্রেনে করে যাই তার ২ টো নম্বর হয়৷ গোটা সংখ্যাটা একই থাকে, নম্বর বদলায় শুধু শেষ সংখ্যায়। উদাহরণ স্বরূপ, দিল্লি থেকে রাজগীরগামী শ্রমজীবী ​​এক্সপ্রেসের ২টি নম্বর রয়েছে - 12391 এবং 12392৷ দিল্লি থেকে রাজগীরের উদ্দেশে রওনা দেওয়ার সময় এর নম্বর হবে 12391। একই নম্বর আপনার রিজার্ভেশন টিকিটে থাকবে। মানে যখন শ্রমজীবী এক্সপ্রেস যখন ​​12391 হিসাবে চলছে, তখন এটি ডাউন ট্রেন। একইভাবে, ট্রেনটি যখন রাজগীর থেকে দিল্লিতে ফিরে আসবে, তখন তার নম্বর হবে 12392 এবং তখন তাকে বলা হবে আপ ট্রেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Indian Railways: কোনটা ‘আপ’ ট্রেন আর কোনটাই বা ‘ডাউন’! এবার ট্রেন ধরার সময় আর গুলিয়ে যাবে না, বুঝে নিন সহজে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল