Rail Accident: প্রায় ৮০০ জনের মৃত্যু, সেতু ভেঙে নদীতে ট্রেন! ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা কোনটি, জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Rail Accident: দেশের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনাগুলি কোনগুলি, তা জেনে নেওয়া যাক।
advertisement
1/7

ফের বড়সড় রেল দুর্ঘটনা। শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দু'টি কামরা লাইনচ্যুত হয়। আহত হয়েছেন যাত্রী। উদ্ধারকাজ চলছে জোরকদমে। এখনও পর্যন্ত ভয়াবহ এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর মিলেছে।
advertisement
2/7
মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বিগত কয়েক বছরে রেল দুর্ঘটনার সংখ্য়া বেড়েছে। দুর্ঘটনার নেপথ্যে রক্ষণাবেক্ষণের অভাবকে অনেকাংশে দায়ী করছেন যাত্রীরা। এই পরিস্থিতিতে দেশের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনাগুলি কোনগুলি, তা জেনে নেওয়া যাক।
advertisement
3/7
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের মধ্যে ভয়ঙ্করতম রেল দুর্ঘটনা ঘটেছিল ১৯৮১ সালের ৬ জুন। প্রায় ৮০০ লোকের মৃত্যু হয়েছিল এই সাংঘাতিক দুর্ঘটনার ফলে। বিহারের একটি লোকাল প্যাসেঞ্জার ট্রেনে ঘটেছিল এই দুর্ঘটনা। ট্রেনটির ৯টি বগির মধ্যে সাতটি বগিই সেতু ভেঙে পড়েছিল বাঘমতী নদীতে।
advertisement
4/7
এই একই সময়ে বিহারের বালাঘাটে চলছিল প্রবল ঘূর্ণিঝড়। ফলে উদ্ধারকাজে আরও সমস্যা হয়। প্রায় ৮০০ জনের জলে ভেজা মৃতদেহ উদ্ধার করা হয় ঘটনার কয়েকদিন পর। জানা গিয়েছিল, ৪টি বিয়েবাড়ির নিমন্ত্রিততে ভরা ছিল এই ট্রেনটি।
advertisement
5/7
এছাড়া, উত্তর প্রদেশের ফিরোজাবাদের কাছে দাঁড়িয়ে থাকা কালিন্দী এক্সপ্রেসে ধাক্কা মেরেছিল দিল্লিগামী যাত্রীবাহী পুরুষোত্তম এক্সপ্রেস। ওই ঘটনায় অন্তত ৩৫৮ জন মানুষ মারা গিয়েছিলেন। একটি গরুকে ধাক্কা দেওয়ার পর ব্রেক ফেইল করায় কালিন্দী এক্সপ্রেস ট্র্যাকে আটকে যায়।
advertisement
6/7
গত বছরই করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি শালিমার স্টেশন থেকে চেন্নাই যাচ্ছিল। প্রথমেই লাইনচ্যুত হওয়া হামসফর এক্সপ্রেসের দুটি বগির সঙ্গে সংঘর্ষ হয় হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের। ওই সংঘর্ষের পর একই লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের। সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির উপরে। ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রায় ২৯৬ জনের মৃত্যু হয়।
advertisement
7/7
এরপর অসমের গাইসালের কাছে আড়াই হাজারেরও বেশি যাত্রী নিয়ে যাচ্ছিল দুটি ট্রেন। অবোধ-অসম এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেলের মধ্যে সংঘর্ষে মৃত্য়ু হয়েছিল ২৬৮ জনের। আহত হয়েছিলেন ৩৫৯ জন। দুর্ঘটনার ভয়াবহতা এমনই ছিল যে আওয়াধ-আসাম ট্রেনের ইঞ্জিনটি অনেক দূরে ছিটকে পড়েছিল। এমনকি দুটি ট্রেনের যাত্রীরা লোকালয় থেকে অনেক দূরে ছিটকে পড়েছিলেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Rail Accident: প্রায় ৮০০ জনের মৃত্যু, সেতু ভেঙে নদীতে ট্রেন! ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা কোনটি, জানেন?