রাধাষ্টমীর ব্রত পালনে দূর হয় অর্থের অভাব, জেনে নিন পুজোর সময়সূচি ও বিধি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বিশ্বাস করা হয় রাধা অষ্টমীর উপবাস করলে সমস্ত পাপ নস্ট হয়ে যায়
advertisement
1/6

ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধাঅষ্টমী হিসাবে পালন করা হয়। এবছর এই উত্সব ২৫-২৬ আগস্ট পালিত হবে। ২৫ আগস্ট, সপ্তমী তিথিটি দুপুর ১ টা বেজে ৫৮ মিনিটে শেষ হবে, এর পরে অষ্টমী তিথি শুরু হবে, যা ২৬ আগস্ট সকাল ১০ টা বেজে ২৮ মিনিট পর্যন্ত থাকবে। শাস্ত্র অনুসারে, শ্রী রাধিকা কৃষ্ণের জন্মদিনের ১৫ দিন পরে শুক্লপক্ষের অষ্টমীতে অভিজিৎ মুহুর্তের রাজা বৃষানুর যজ্ঞ ভূমি থেকে আবির্ভূত হয়েছিলেন।
advertisement
2/6
রাজা শ্রীবৃষভানু এবং তাঁর স্ত্রী শ্রীকীর্তি রাধাকে তাঁদের কন্যা হিসাবে বড় করেছিলেন। রাধা কল্প, ব্রহ্মকালপ, ভারহাকল্প এবং পদ্মকাল্প - এই তিনটি কাল্পতে রাধার কৃষ্ণের সর্বোচ্চ শক্তি হিসাবে বর্ণিত হয়েছে। এই কারণেই বেদ ও পুরাণ প্রভৃতিতে তাঁকে 'কৃষ্ণবল্লভা', 'কৃষ্ণাত্মা' কৃষ্ণপ্রিয়া 'বলে অভিহিত করা হয়েছে।
advertisement
3/6
পৌরাণিক কাহিনিগুলিতে এমন একটি বিবরণা পাওয়া যায় যে, কৃষ্ণ রূপে অবতার নেওয়ার আগে ভগবান শ্রীবিষ্ণু তাঁর ভক্তদেরও পৃথিবীতে আসার নির্দেশ দিয়েছিলেন। সেই সময় বিষ্ণু প্রিয়া লক্ষ্মী রাধা রূপে পৃথিবীতে এসেছিলেন।
advertisement
4/6
জেনে নিন পুজোর বিধি - সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে নতুন পোশাক পরুন। এবার একটি চৌকিতে লাল বা হলুদ কাপড় পেতে তার উপরে শ্রী কৃষ্ণ এবং রাধার মূর্তিটি স্থাপন করুন। সেই সঙ্গে পুজোর ঘটও স্থাপন করুন।
advertisement
5/6
পঞ্চামৃত দিয়ে রাধা ও কৃষ্ণকে স্নান করান। এরপর দুজনকেই নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিন। ঘত পুজো করার সঙ্গে সঙ্গেই রাধা ও কৃষ্ণের পুজো করুন। ফুল-ফল নৈবেদ্য, মিষ্টি সাজিয়ে নিবেদন করুন। ভোগও দিতে পারেন। এরপর রাধা কৃষ্ণের মন্ত্র জপ করুন, তারপর রাধা কৃষ্ণের আরতি করুন।
advertisement
6/6
রাধা-কৃষ্ণ ভক্তদের জন্য রাধা অষ্টমীর বিশেষ তাত্পর্য রয়েছে। শাস্ত্র মতে যারা এই ব্রত পালন করেন তাঁদের কোনওদিন অর্থের অভাব হয় না। তাঁধের উপরে সর্বদা শ্রী কৃষ্ণ ও রাধা আশীর্বাদ বজায় থাকে। এই কারণেই ভক্তরা কৃষ্ণের পুজো করার আগে, রাধার পুজো করে থাকেন। বিশ্বাস করা হয় রাধা অষ্টমীর উপবাস করলে সমস্ত পাপ নস্ট হয়ে যায়।