Rabindra Nath Tagore Car Price: নানা মডেলের গাড়ি পছন্দ ছিল বিশ্বকবির, মাত্র ৫৩০০ টাকায় কিনেছিলেন ‘এই’ গাড়িটি, জানুন
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাবহার করতেন এই গাড়িটি! জানুন বিস্তারিত, গাড়ির প্রতি ভালোবাসা ছিল এক সময় বিশ্বকবির,জানুন রবিঠাকুরের গাড়ির না জানা গল্প
advertisement
1/5

বীরভূমের মধ্যে অবস্থিত কবি গুরুর প্রাণের জায়গা বোলপুর শান্তিনিকেতন। আর এই বোলপুর শান্তিনিকেতনের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক না জানা গল্প। শান্তিনিকেতনের মধ্যে রয়েছে কবিগুরুর ব্যবহৃত তার পছন্দের গাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর ও ছিলেন গাড়ি প্রেমী। অন্তত এমনটাই বোঝা যায় বোলপুর শান্তিনিকেতনের গেলে কবিগুরুর গাড়ি দেখলে।
advertisement
2/5
প্রসঙ্গত সময়টা ছিল ১৯৩৮ যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে কৃষি বিজ্ঞানে পড়াশোনা শেষ করে জোড়াসাঁকো ফেরেন রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ। সেই সময় কবিগুরুর শারীরিক অবস্থা অতটা সুস্থ ছিল না। তাও তিনি ক্যাম্পাসে হেঁটে হেঁটেই চলাফেরা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কষ্ট দেখে একটি গাড়ি কিনে দেন রথীন্দ্রনাথ- যার মডেল নম্বর 1933 Humber।
advertisement
3/5
পুরানো নথিপত্র ঘাটলে জানা যায় ওই সময়ে এটি ছিল একমাত্র মোটরচালিত যানবাহন। সেই সময় এই গাড়ি সরবরাহ করত রুটস লিমিটেড। রুটস লিমিটেডের কাছ থেকেই দুটি গাড়ি কেনেন রথীন্দ্রনাথ ঠাকুর। এক একটি গাড়ির দাম পড়ে সেই সময় ৪০০ পাউন্ড। বর্তমানে ভারতীয় মুদ্রায় (INR) প্রায় ৪২,৫৩৫.২০ টাকার সমান।
advertisement
4/5
১৯৩৮ সালে যা প্রায় ৫৩০০ টাকার সমান। এর মধ্যে একটি গাড়ি তিনি বিশ্বভারতীতেই রেখে আসেন এবং আরেকটি পৌঁছে যায় কলকাতার জোড়াসাঁকোতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনেও এই গাড়িই ছিল তাঁর পথের সঙ্গী।
advertisement
5/5
ছেলের কিনে দেওয়া এই গাড়ি করেই ক্যাম্পাস সহ বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা যেতেন রবীন্দ্রনাথ ঠাকুর। বর্তমানে এই কোম্পানির গাড়ি নানা দেশের মিউজিয়ামে সংরক্ষিত। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও এখনও সযত্নে রাখা আছে 1933 Humber রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাবহৃত গাড়ি। এখন ওই গাড়ি দেখতে দেশ-বিদেশ থেকে বহু পর্যটকরা বিশ্বভারতীতে ছুটে আসেন। তাই আপনি বোলপুর এলে দেখে আসুন এই গাড়িটি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Rabindra Nath Tagore Car Price: নানা মডেলের গাড়ি পছন্দ ছিল বিশ্বকবির, মাত্র ৫৩০০ টাকায় কিনেছিলেন ‘এই’ গাড়িটি, জানুন