Quiz: বলুন তো কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো আর বাড়িতে আনলে লাল? ৯৯ শতাংশই কিন্তু উত্তর দিতে ফেল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ধাঁধা নিয়ে আট থেকে আশির কৌতূহল থাকে তুঙ্গে! এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটা ধাঁধা ভাইরাল হয়েছে, বলুন তো কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো আর বাড়িতে আনলে লাল? ৯৯ শতাংশই কিন্তু উত্তর দিতে ফেল করেছে! আপনি পারবেন?
advertisement
1/7

ধাঁধা নিয়ে আট থেকে আশির কৌতূহল থাকে তুঙ্গে! এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটা ধাঁধা ভাইরাল হয়েছে, বলুন তো কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো আর বাড়িতে আনলে লাল? ৯৯ শতাংশই কিন্তু উত্তর দিতে ফেল করেছে! আপনি পারবেন?
advertisement
2/7
উত্তরটা কিন্তু খুবই সহজ! এমন একটা জিনিস যা প্রত্যেকের বাড়িতে থাকে, আমরা প্রত্যেকদিন দেখি, বলা ভাল, অনেকের দিন শুরু হয় এই জিনিসটা দিয়ে। অনেকের বিকেলের আড্ডাই জমে না এই জিনিসটা ছাড়া! এবার বলুন তো কোন জিনিসের কথা হচ্ছে?
advertisement
3/7
উত্তরটা হল চা-পাতা। যখন চা-পাতা গাছে থাকে তখন তা সবুজ।
advertisement
4/7
এর পর সেই পাতা তুলে, শুকিয়ে যখন চা-পাতা হিসাবে দোকানে বিক্রি হয়, তখন তার রং কালো।
advertisement
5/7
এর পর সেই চা-পাতা বাড়ি নিয়ে এসে যখন চা বানানো হয়, তখন তার রং লাল।
advertisement
6/7
চা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে যা যে-কোনও ক্ষত সারায়। কোথাও কেটে গেলে চা পাতা সিদ্ধ লাগাতে পারেন। বাড়ির আসবাবপত্র সাফ করার কাজেও চা পাতা লাগে। চা পাতার লিকার আসবাবপত্র ঝকঝকে রাখে।
advertisement
7/7
চা পাতা গাছের সার হিসেবেও ব্যবহার করা যায়। তবে সেই চায়ে চিনি দিলে হবে না। চিনি ছাড়া চায়ের পাতা সার হিসেবে গাছের গোড়ায় দিন। চোখের ক্লান্তি এড়াতে ব্যবহার করা চা পাতা একটি রুমালে ভরে নিন। সেটি ভিজিয়ে চোখে শেক দিলে আরাম পাবেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Quiz: বলুন তো কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো আর বাড়িতে আনলে লাল? ৯৯ শতাংশই কিন্তু উত্তর দিতে ফেল