TRENDING:

Puri | Offbeat Tourist Places: বারবার পুরী তো যান, তার একদম কাছেই এই জায়গাটিতে গিয়েছেন? একেবারে যেন বিদেশ

Last Updated:
Puri | Offbeat Tourist Places: জানেন কি, পুরীর সামান্য দূরেই লুকিয়ে আছে এমন এক জায়গা, যা দেখলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। জায়গাটির নাম তাপাং।
advertisement
1/6
বারবার পুরী তো যান, তার একদম কাছেই এই জায়গাটিতে গিয়েছেন? একেবারে যেন বিদেশ
সমুদ্রের পাড়ে যেতে বাঙালির প্রথম পছন্দের জায়গা আর কোথাও নয়, এক এবং একমাত্র পুরী। যদিও সারাবছরই পুরীতে বাঙালিদের ভিড় লেগেই থাকে। কিন্তু পুরী বলতে কি শুধুই পুরী!
advertisement
2/6
জানেন কি, পুরীর সামান্য দূরেই লুকিয়ে আছে এমন এক জায়গা, যা দেখলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। জায়গাটির নাম তাপাং। এই সুযোগে বেড়িয়ে আসুন পুরীর কাছে একেবারে অফবিট তাপাং থেকে।
advertisement
3/6
পুরীর কাছেই একেবারে অফবিট একটা জায়গা তাপাং। এক ঘেয়ে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে বোর হয়ে গেলেই কিছুটা দূরেই রয়েছে একেবারে স্পেনের খাঁড়ির মতো জায়গা। যেখানে গেলে মনে হবে, আপনি পৌঁছে গিয়েছেন বিদেশি কোনও জায়গায়। ভারতে থেকেও বিদেশে থাকার অনুভূতি পাবেন।
advertisement
4/6
ওড়িশার এই জায়গাটি এখনও খুব কম পরিচিত। পাথুরে খাদানের মাঝে নীল জলের হ্রদ। প্রকৃতির এমনই বৈচিত্র। যে বঙ্গোপসাহরের ঘোলাজলের ঢেউ যেখানে ঢিল ছোড়া দূরত্বে, ঠিক তার কাছেই হ্রদের জল নীল রঙের।
advertisement
5/6
পাথুরে জমির মধ্যে এমন একটি সুন্দর হ্রদ পুরীর কাছেই রয়েছে, অনেকেই জানেন না সেকথা। স্থানীয়রা এখানে শীতে পিকনিক করতে আসেন। সারা বছরই এখানে আসা যায়। বর্ষাকালে এই হ্রদ আরও ভরে যায়। তখন আরও সুন্দর লাগে দেখতে।
advertisement
6/6
পুরী থেকে বেশি দূরে নয় তাপাং। আগে এখানে পর্যটকদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল ওড়িশা সরকার। পরে ২০২২ সাল থেকে সেটি তুলে নেওয়া হয়েছে। ওড়িশার খুড়দা জেলার মধ্যে পড়ে তাপাং। পুরী থেকে খুব বেশি দূরে নয়। পুরী থেকে মাত্র ৫৬ কিলোমিটার দূরে তাপাং। পথে পড়বে দয়া নদী। কলিঙ্গ যুদ্ধের সময় এই দয়া নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Puri | Offbeat Tourist Places: বারবার পুরী তো যান, তার একদম কাছেই এই জায়গাটিতে গিয়েছেন? একেবারে যেন বিদেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল