TRENDING:

শনিবার সন্ধ্যায় করুন এই ৫টি টোটকা, ঘুরে যাবে ভাগ্যের চাকা

Last Updated:
advertisement
1/7
শনিবার সন্ধ্যায় করুন এই ৫টি টোটকা, ঘুরে যাবে ভাগ্যের চাকা
♦ যদি আপনার কোনও কাজ সফল হচ্ছে না ৷ এমনটা মনে হয় তবে নাকি এই টোটকায় আপনার সৌভাগ্য ফিরে আসতে পারে ৷ এমনটাই বলেন জ্যোতিষীরা ৷
advertisement
2/7
♦ শনিবার সন্ধেটা নাকি এই সব কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ ৷ কেননা এই কাজগুলি নাকি শনিবার সন্ধ্যাবেলাতেই করতে হয় ৷ আর তাতেই নাকি ফেরে সৌভাগ্য ৷ আসুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে-
advertisement
3/7
♦ একটি লাল রঙের রেশম কাপড়ের ছোট টুকরো নিন ৷ সেই কাপড়ের টুকরোটিকে ধুয়ে শুদ্ধ করে নিন ৷ কাপড় মন্দিরেও রাখা থাকতে পারে ৷ এবার তার সঙ্গে আমপাতা জড়িয়ে নিন ৷ এরপর হাতে ওই লাল কাপড়ে বাঁধা আমপাতাটিকে ‘ওঁ নমঃ শিবায়’মন্ত্র জপ করত করতে কোনও প্রবাহিত জলধারায় নিরঞ্জন করুন ৷
advertisement
4/7
♦ শনিবার সন্ধ্যার একটি রুটি তৈরি করুন ৷ এবার সেটিকে নিজের সামনে রেখে, মনে যা ইচ্ছে রয়েছে, সে সম্পর্কে বলুন ৷ এবার সেই রুটিটিকে কালো কুকুর বা কালো গরুকে খাইয়ে দিন ৷ আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে ৷
advertisement
5/7
♦ শনিবার সন্ধ্যায় হনুমান চালিশা পাঠ করুন ৷ শনিবার সন্ধ্যায় সুন্দর কাণ্ড পাঠ করেন যিনি, তাঁর ভাগ্য খুলে যায় ৷ শনিবার সন্ধ্যায় ১১ বার হনুমান চালিশা পাঠ করুন ৷
advertisement
6/7
♦ কীট-পতঙ্গ বা মাছকে খাবার দিন ৷ এমনটা করলে চাকরি এবং ধার পরিশোধের ক্ষেত্রে অত্যন্ত শুভ মনে করা হয় ৷
advertisement
7/7
♦ দুস্থ মানুষজনকে খাবার দান করুন ৷ এতে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা আপনার উপর তাঁর কৃপাদৃষ্টি বজায় রাখবে ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
শনিবার সন্ধ্যায় করুন এই ৫টি টোটকা, ঘুরে যাবে ভাগ্যের চাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল